জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় সন্ত্রাসী হামলায় এক পর্যটকের মৃত্যু ও আরও ৬ জনের আহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আজই সৌদি আরব সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী।পর্যটকদের উপর হওয়া জঙ্গি হামলার খবর মেলার পরেই নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তাঁকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা হন অমিত শাহ।
এনডিটিভির খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর এবং কাশ্মীর যাওয়ার আগে অমিত শাহ তাঁর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, সিআরপিএফ ডিরেক্টর জেনারেল, জম্মু কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, “এই হামলা সাম্প্রতিক বছরগুলিতে ঘটে যাওয়া যেকোনও ঘটনার তুলনায় অনেক বড়।” তিনি আরও জানান, “মৃত্যুর সংখ্যা এখনও নির্ধারিত নয়, …তবে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে, সাধারণ নাগরিকদের উপর এত বড় হামলা আমরা গত কয়েক বছরে দেখিনি।”
জানা গিয়েছে পহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় জঙ্গি হামলার পর পরই দ্রুত সেখানে নিরাপত্তা বাহিনী ও মেডিক্যাল টিম পৌঁছয়। আহতদের মধ্যে এক পর্যটকের মৃত্যু হয়েছে। অন্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।ওই এলাকায় পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে চড়েই শুধু পৌঁছানো যায়।এদিন সেখানে হঠাৎই গুলির আওয়াজ শোনা যায়।পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানো সন্ত্রাসীরা সম্ভবত ছদ্মবেশে ছিল।জানা গিয়েছে, বেশ কয়েক জন ট্রেকিং করছিলেন, সেই সময় তাঁদের উপর হামলা হয়।
এই হামলা এমন সময়ে ঘটল যখন উপত্যকায় পর্যটনের চূড়ান্ত মরসুম শুরু হতে চলেছে।জম্মু-কাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলির মধ্যে বেশ জনপ্রিয় পহেলগাঁও। প্রতি বছর পহেলগাঁওয়ে প্রচুর পর্যটক বেড়াতে আসেন। এছাড়া এই বছরের অমরনাথ যাত্রার প্রস্তুতিও চলছে। ৩৮ দিনের এই তীর্থযাত্রা ৩ জুলাই থেকে শুরু হবে দুটি রুটে। সম্প্রতি জম্মু-কাশ্মীর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি উচ্চস্তরের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন।সেখানে তিনি জম্মু বিভাগে বিশেষ নজর দিয়ে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করার নির্দেশ দেন। এছাড়া, অনুপ্রবেশ রোধে জিরো টলারেন্স নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়।
Leave a comment
Leave a comment
