খুন হওয়া বাবা-ছেলের পরিবারকে ১০ লাখ টাকা, ক্ষুদে সদস্যের পড়াশোনার দায়িত্ব বিরোধী দলনেতার
কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে আজ সকালেই মুর্শিদাবাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুলিয়ান স্টেশনে নেমে প্রথমেই তিনি রওনা দেন জাফরাবাদের উদ্দেশ্যে। জাফরাবাদে বাবা-ছেলে খুন হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। ওই পরিবারের হাতে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন শুভেন্দু। পরিবারের এক ক্ষুদে সদস্যের পড়াশোনার দায়িত্বও নেন বিরোধী দলনেতা। এদিন সকাল থেকেই ধুলিয়ান স্টেশনে শুভেন্দু অধিকারীর সফরকে ঘিরে ছিল যথেষ্ট উন্মাদনা। রাস্তায় বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রখর রোদ উপেক্ষা করে দুহাতে পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আক্রান্ত পরিবারের সঙ্গে সাক্ষাতের পর জাফরাবাদ এর ক্ষতিগ্রস্ত গ্রাম ঘুরে দেখেন বিরোধী দলনেতা। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করে শুভেন্দু জানান মুর্শিদাবাদ থেকে ফিরে গিয়ে তিনি কলকাতা হাইকোর্টে এই কোটা হিংসার ঘটনা এনআইএ তদন্ত চেয়ে মামলা করবেন। জাফরাবাদ এর গ্রাম পরিদর্শনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বহরমপুরের বিধায়ক ও স্থানীয় নেতা-নেত্রীরা।