পানীয় জলের দাবিতে রাতভর অবস্থান-বিক্ষোভ
ফের উপাচার্যের সরকারি আবাসের সামনে ধর্না অবস্থান বিশ্বভারতীর পড়ুয়াদের। গতকাল মাঝরাতে পানীয় জলের দাবিতে বিশ্বভারতীর উপাচার্য-র আবাস পুর্বিতা-র সামনে রাতভর অবস্থান করে বিক্ষোভ দেখান সিনিয়র বয়েজ হোস্টেলের পড়ুয়ারা। গত তিন-চার মাস ধরে হস্টেলে পানীয় জলের পরিষেবা ঠিক নেই। বারবার পানীয় জলের সমস্যার কথা হস্টেল ওয়ার্ডেন ও প্রোক্টরকে জানিয়ে কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। শুক্রবার রাতে পানীয় জলের সমস্যা চরমে ওঠে। তারপরেই গভীর রাতে উপাচার্য প্রবীর কুমার ঘোষের সরকারি আবাস পুর্বিতার সামনে অবস্থান করে পানীয় জলের সুব্যবস্থার দাবিতে বিক্ষোভ দেখান হোস্টেলে পড়ুয়ারা। রাতভর চলে এই অবস্থান ও বিক্ষোভ। কিছুদিন আগেও বিদ্যাভবন বয়েজ হোস্টেলের পড়ুয়ারা পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন। বারবার বিশ্বভারতীর হস্টেলগুলিতে পানীয় জলের অপব্যবস্থা হচ্ছে কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখযোগ্য, এই নতুন নয় বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন ও একাধিক প্রশাসনিক সিদ্ধান্তের বিরোধিতা লাগাতার অবস্থান ও ছাত্র বিক্ষোভ হয়েছিল উপাচার্যের বাড়ির সামনে। পরবর্তীকালে পুলিশ দিয়ে ছাত্রদের সেই অবস্থান মঞ্চ ভেঙে দেওয়া হয় এবং জোর করে পড়ুয়াদের অবস্থান থেকে হটিয়ে দেওয়া হয়। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছয় যে নিরাপত্তা রক্ষীদের প্রহরায় বিশ্বভারতীর ক্যাম্পাসের মধ্যে প্রাক্তন উপাচার্যকে চলাফেরা করতে হয়েছিল। এবার ফের উপাচার্যের বাড়ির সামনে ছাত্র বিক্ষোভের ঘটনায় অস্বস্তিতে বিশ্বভারতীর প্রশাসনিক মহল।