হুগলী : ভারত-পাক অশান্তি নিয়ে বিতর্কিত ফেসবুকে পোস্টের দায়ে এবার এক বেক্তিকে আটক করে বলাগড় থানার পুলিশ। সাম্প্রতিককালে তিনি তাঁর ফেসবুকে বেশ কিছু বিতর্কিত পোস্ট করেন। সম্প্রতি সেই পোস্টগুলির স্ক্রিনশট তুলে বলাগড় এলাকায় সেই পোস্ট ছড়িয়ে পড়ে ।
এলাকার মানুষের ক্ষবে ফেটে পরে।
কী লেখা ছিল ওই বিতর্কিত পোস্টগুলিতে? “ভারত পাকিস্তান যুদ্ধে ৫৭ মুসলিম দেশের জোট শুরু গা জাওয়াতুল হিন্দু “
অমিত শাহের কড়া বার্তা
ঘটনাচক্রে ৭ মে অমিত শাহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন। সেখানে আলোচনার শেষে দুটো সিদ্ধান্ত নেওয়া হয়। এক, সীমান্ত অঞ্চলগুলির নিরাপত্তা আরও মজবুত করা। সোশাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট দেখলেই কড়া ব্যবস্থা নেওয়া। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা তাঁর এক্স হ্যান্ডেলেও স্পষ্ট করে দেন। তিনি এই দিনের বৈঠক সেরে রাত সোয়া নটা নাগাদ এক্সে লেখেন, ‘সোশাল মিডিয়ায় দেশবিরোধী সমস্ত কার্যকলাপের উপর কড়া নজর রাখতে হবে। সংবেদনশীল জায়গাগুলিতে নির্ঝঞ্ঝাট যোগাযোগব্যবস্থা ও নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে।’
বলাগড় সেরপুরে এক ব্যাক্তি দেশের সম্প্রীতির বিরুদ্ধে গিয়ে অস্লিল ফেসবুক পোষ্ট করে। সেই খবর ছড়িয়ে পরতেই এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্ট হয়। স্থানীয় সুত্রে খবর বলগড় থানার পুলিশ ব্যাক্তিটিকে আটক করেছে। তবে স্থানীয় বিজেপির নেতা কর্মীরা এলাকার মানুষদের সঙ্গে নিয়ে সেরপুর আসাম রোডে মিছিল করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং আসাম রোড অবরোধ করে ৪০মিনিট ধরে । উপস্থিত ছিলো হুগলি জেলার প্রাক্তন সভাপতি তুষার মজুমদার জেলা বিজেপির সাধারন সম্পাদক সুরেশ সাউ সহ স্থানীয় নেতৃত্বরা। বিজেপির পরিস্কার দাবি এই ব্যাক্তিকে শুধু গ্রেফতার করলে চলবে না একে বর্ডারে নিয়ে গিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। বিজেপি আজ সন্ধ্যা দলিয়ো ভাবে বলাগড় থানায় অভিযোগ করবে বলেই জানান হুগলী জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ শাউ।