রাজ্যের নিজস্ব সংস্কৃতির নিয়মিত চর্চার অভাব নিয়ে আক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার রবীন্দ্র সদনের সামনে ক্যাপিটাল রোডে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন ” আমার খারাপ লাগে, বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন আমরা পালন করি। কিন্তু অন্য দিনগুলোতে এই সবের চর্চার কদর কমিয়ে দিয়েছি। প্রত্যেকটা রাজ্যের নিজস্ব ভাষা সংস্কৃতি আছে। নিজের রাজ্যে নিজের সংস্কৃতি, সবাইকে সম্মান দেওয়া উচিত। প্রতিমুহূর্তে যেন আমরা এটা আপন করে নেই।” এদিন রবীন্দ্রনাথের পথিক পৃথিবীতে শ্রদ্ধা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী নিজেই রবীন্দ্রসংগীত গেয়ে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে গান করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেনও। শুধু রবীন্দ্রনাথ নয়, সাম্প্রতিক যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের জেবির সেনানিরা দেশ রক্ষায় প্রতিনিয়ত নিজেদের জীবনকে বাজি রেখে লড়াই চালাচ্ছেন রবীন্দ্রনাথের সঙ্গে তাদের বীরগাঁথাকেও স্মরণ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়
“সবাই ভালো থাকুক, দেশ ভালো থাকুক।” যে বিশ্বকবি আমাদের মাথা উঁচু করে নির্ভয়ে বাঁধ ভাঙ্গার অথবা মরা গাঙে জোয়ার আনার শিক্ষা দিয়েছেন সেই মনীষীর জন্মদিনে দেশকে দুর্যোগ মুক্ত করতে সবাইকে সংকল্প নিতে হবে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Leave a comment
Leave a comment