Rajnath Singh: “পাকিস্তানকে ঋণ দেওয়ার অর্থ সন্ত্রাসে পরোক্ষভাবে মদত দেওয়া,” শুক্রবার গুজরাটের ভূজ বায়ুসেনা ঘাঁটি থেকে এমনই মন্তব্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতের আবহেই সম্প্রতি IMF ওরফে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার পাকিস্তানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা জানায়। এদিন রাজনাথ বলেন, ওই টাকায় সন্ত্রাস চালাবে পাকিস্তান।
ভারতের হাজারবার বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানের জন্য বরাদ্দ ৭০০ কোটি মার্কিন ডলার থেকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে আইএমএফ। গত ১৪ মে বুধবার ওই ঋণের দ্বিতীয় কিস্তি পাকিস্তানকে দিয়েছে তারা। শুক্রবার এপ্রসঙ্গে রাজনাথ স্পষ্টতই বলেন, “আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে প্রাপ্ত ঋণের সিংহভাগই পাকিস্তান সন্ত্রাসের পরিকাঠামো তৈরিতে খরচ করবে বলে আমার বিশ্বাস তাই ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছে ভারত।”
পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে অপারেশন সিঁদুর অভিযান করছে ভারত। এদিন দেশের সেনার ভূয়সী প্রশংসা করে রাজনাথ বলেন, “ভুল হবে না যদি বলি, যতক্ষণে মানুষ ব্রেকফাস্ট সারেন, ততক্ষণে শত্রুদের নিকেশ করেছে ভারতীয় সেনা। শত্রু পক্ষের ঘাঁটিতে গিয়ে মিসাইল ফেলে এসেছে সেনা। শুধু সীমান্ত নয়, সেই রণহুংকার গোটা বিশ্ব শুনতে পেয়েছে। বীরত্বের পরিচয় দিয়েছে ভারতীয় সেনা।”
এর আগে জম্মু ও কাশ্মীরে পরিদর্শনে গিয়ে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে যাবতীয় নিরাপত্তা খতিয়ে দেখেন প্রতিরক্ষামন্ত্রী। এদিন রাজনাথ আরও বলেন, “মোদী জমানায় প্রতিরক্ষায় আমূল পরিবর্তন হয়েছে। রামের আদর্শ মেনেই চলি আমরা। তবে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। এটা ট্রেলার ছিল, যথা সময়ে গোটা পিকচার দেখাব।”
আইএমএফের অনুদানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল পাকিস্তান। এর আগে গত বছর দেউলিয়া হতে বসা পাকিস্তানকে অনুদান দিয়ে সাহায্য করেছিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। কম সময়ের মধ্যে নয় নয় করে ৩০০ কোটি ডলারের ঋণ প্রদান করা হয় পাকিস্তানকে। আর এবার ভারত-পাক সংঘর্ষ আবহেই সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানকে ফের ঋণ দিয়ে সাহায্য আইএমএফের।
