তৃতীয় বর্ষের ডাক্তারি ছাত্রীকে তাঁর দুই সহপাঠী এবং এক বন্ধুর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। গত ১৮ মে ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের সাঙ্গলিতে। অভিযুক্তরা মত্ত অবস্থায় ওই ডাক্তারি পড়ুয়ার পানীয়তে মাদক মিশিয়ে অজ্ঞান করে যৌন নির্যাতন চালায়। পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, ২২ বছর বয়সী ওই ডাক্তারি পড়ুয়া তাঁর দুই সহপাঠী এবং এক বন্ধুর সঙ্গে গত ১৮ মে রাত ১০টায় সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সিনেমা শুরুর আগে, অভিযুক্তরা তাঁকে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানেই তাঁকে মাদক মেশানো পানীয় দেওয়া হয়। সেই পানীয় খেয়ে তরুণী অসুস্থবোধ করতে শুরু করেন। এর পর, ২০ থেকে ২২ বছর বয়সী ওই তিন যুবক তাঁর উপর যৌন নির্যাতন চালান। ঘটনা কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, ডাক্তারি পড়ুয়া কর্ণাটকের বেলাগাভির বাসিন্দা। ঘটনা ঘটার পর তিনি বাড়িতে সব জানান। ডাক্তারি পড়ুয়ার বাবা-মা বিশ্রামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী গণধর্ষণ এবং অন্যান্য ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। পুলিশ পুণে, শোলহাপুর এবং সাংলি থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। আদালত ধৃতদের ২৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
