Mumbai: বৃষ্টি বিপর্যয় শুরু মুম্বইতে। সময়ের আগেই বর্ষার প্রবেশ ভারতের পশ্চিম উপকূলে। ১৭ দিন আগে বর্ষা ঢুকল বাণিজ্যনগরীতে। টানা ভারী বৃষ্টির জেরে সপ্তাহের প্রথম দিনই থমকে গেল মুম্বই। মৌসম ভবনের তরফে রেড অ্যালার্ট জারি করা হল মুম্বইতে। বর্ষা প্রবেশ করেছে কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র ও দক্ষিণের অন্যান্য রাজ্যে। যার জেরে বৃষ্টিতে স্তব্ধ বেঙ্গালুরু, পুণে, মুম্বইয়ের মতো শহরের জনজীবন।
ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে মুম্বইতে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে শহরের একাধিক স্থানে। ইতিমধ্য়েই বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন পরিষেবা। ভারী বৃষ্টির সঙ্গে ভরা কোটাল আরব সাগরের উপকূলে। জোড়াফলায় ভাসছে মুম্বইয়ের একাধিক রেলস্টেশন। জলের তলায় চলে গিয়েছে একাধিক মেট্রো স্টেশনও।
বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। নাগরিকদের জন্য সতর্কতা জারি মুম্বই পুলিশের। সমুদ্রের উপকূল ও তুলনামূলক নিচু জায়গায় যেতে বারণ করা হয়েছে শহরবাসীকে। নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাদের। যেকোনও প্রয়োজনে ১০০, ১১২, ১০৩ জরুরি নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছে মুম্বই পুলিশ। বৃষ্টিতে বিপদ এড়াতে সদা তৎপর রয়েছেন কর্পোরেশনের কর্মীরাও।
উঁচু ঢেউ আছড়ে পড়ছে মুম্বইয়ের উপকূলে। সোমবার সকাল ১১টা ২৪ মিনিট নাগাদ এখনও পর্যন্ত সবচেয়ে উঁচু ৪.৭৫ মিটার ঢেউ রেকর্ড করা হয়েছে। মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে উঁচু ঢেউ আছড়ে পড়ছে মুহুর্মুহু। পাড়ের কাছে যাতে কেউ না চলে যায়, সেজন্য প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।
মুম্বইয়ের বৃষ্টি বিপর্যয় নতুন কিছু নয়। তবে গোটা শহর জলমগ্ন হওয়া নিয়ে শাসকদল বিজেপিকে নিশানা করেছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। দাদারের জলমগ্ন রাস্তার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে উদ্ধবপুত্র লেখেন, “৪ বছর আগে এই এলাকায় জল যাতে না জমে, সেই বন্দোবস্ত করেছিলাম আমরা। কিন্তু সেই এলাকাই আজ জলের তলায়। বিজেপি শাসিত বৃহণ্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বর্ষার জন্যে কোনও নির্দেশিকাই জারি করেনি। যার কারণেই এই অবস্থা।”
