সুদীপ্ত চট্টোপাধ্যায়
‘এসএসসির অপকর্মের কারণেই চাকরি গেছে। এসএসসি-কেই দায় বা দায়িত্ব নিতে হবে৷ সম্ভাব্য যোগ্যদের সঙ্গে মানবিক অবস্থান দেখাক এসএসসি।’ এসএসসি চাকরি বাতিলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। মুর্শিদাবাদের নবম-দশম-এ চাকরিহারা শিক্ষিকা মহুয়া ঘোষের মামলায় নতুন করে ভর্ৎসিত এসএসসি।
মহুয়াকে ‘সম্ভাব্য যোগ্য’ শিক্ষিকা হিসেবে খুঁজে পেল হাইকোর্ট।
‘২০১৬ SLST চাকরির ২টি পরীক্ষাতেই (নবম-দশম ও উচ্চ প্রাথমিক) সফল মহুয়া। নবম-দশমে চাকরি পেয়েছিলেন। সেই চাকরি এসএসসির ভুলে বাতিল হয়েছে। উচ্চপ্রাথমিক পরীক্ষায় সফল পরীক্ষার্থীকে কাউন্সেলিং-এর সুযোগ কেন দেবে না এসএসসি? আদালতে জানতে চান মহুয়ার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। সরকারি চাকরিরতদের (In-service) থেকেও মেধার নিরিখে আরও ভালো পরীক্ষার্থী হওয়া সত্বেও কেন সে চাকরি পাবে না? বিচারপতির পর্যবেক্ষণের মাধ্যমে এই প্রশ্নই এখন চর্চায় হাইকোর্টে। ২০১৬ SLST ৫ টি নিয়োগ পরীক্ষা হয়। গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং উচ্চ প্রাথমিক। ৪টি নিয়োগ পরীক্ষা বাতিল করেছে সুপ্রিম কোর্ট। উচ্চপ্রাথমিক নিয়োগ পরীক্ষায় মেধাতালিকার ত্রুটি সারিয়ে নিয়োগ পরীক্ষা সবুজ সঙ্কেত পায় সুপ্রিম কোর্টে। মুর্শিদাবাদের মহুয়া ঘোষ নবম-দশম এবং উচ্চপ্রাথমিক দুটি পরীক্ষায় বসেন। দুটি পরীক্ষাতেই কাউন্সেলিংয়ে ডাক পান মহুয়া। আগে নিয়োগ হওয়ায় নবম-দশম চাকরি নেয়। পাশাপাশি উচ্চপ্রাথমিক নিয়োগ পরীক্ষাতেও কাউন্সেলিং বসে। ২০২৪ উচ্চ প্রাথমিক কাউন্সেলিং বসতে পারেননি শারীরিক সমস্যার কারণে। ১১ জুন ফের কাউন্সেলিং হবে উচ্চপ্রাথমিকের। তাতে মহুয়াকে এসএসসি বসতে না দেওয়ায় হাইকোর্টে মামলা করেন তিনি। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য ১১ জুন ফের উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং বসানোর নির্দেশ দেন।
চূড়ান্ত মেধাতালিকায় জায়গা পেলে চাকরি দিতেও নির্দেশ বিচারপতির।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, ইনসার্ভিসদের চাকরি নিয়ে সুনির্দিষ্ট রায় দিয়েছে শীর্ষ আদালত। মহুয়া ঘোষের মেধার ভিত্তি ধরলে ইনসার্ভিস থেকেও ভালো প্রেক্ষাপট রয়েছে তাঁর চাকরি পাওয়ার।
মহুয়ার পাশাপাশি আরও কয়েকটি ক্ষেত্রে অনুরূপ নির্দেশ দিয়েছে হাইকোর্টের একক বেঞ্চ।