উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীরা অপেক্ষায়, কবে শুরু হবে কলেজে ভর্তি। সেই প্রক্রিয়া এখনও কেন শুরু হয়নি— এই প্রশ্নই মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তোলেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরাসরি তিনি জিজ্ঞাসা করেন, কবে শুরু হবে কলেজে ভর্তি প্রক্রিয়া?
উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কোনও দেরি হয়নি। তাঁর কথায়, “গত বছর অনলাইন ভর্তি পোর্টাল চালু হয়েছিল ১৯ জুন। ইউজিসির গাইডলাইন মেনেই ভর্তি শুরু হবে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি। খুব শিগগিরই ভর্তি শুরু হবে।”
শিক্ষামন্ত্রী আরও জানান, নির্দিষ্ট সময় মেনেই পদক্ষেপ করা হচ্ছে। ফলে চিন্তার কিছু নেই। ছাত্রছাত্রীদের সুবিধা অনুযায়ীই তৈরি হচ্ছে অনলাইন পোর্টাল। আগের বছরের অভিজ্ঞতাও খতিয়ে দেখা হয়েছে। সব মিলিয়ে শিক্ষা দফতর আশ্বাস দিয়েছে, কোনওরকম তাড়াহুড়ো নয়, আবার দেরিও নয়— ঠিক সময়েই শুরু হবে কলেজে ভর্তির প্রক্রিয়া।