সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মান দিতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা। সব কিছু ঠিকঠাক করলে চলতি অধিবেশনে প্রকাশিত হতে চলেছে গত প্রায় ১৫ বছর ধরে রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তব্যের সংকলন। বই আকারে মমতার যাবতীয় বক্তব্যের লিখিত সংকলন সংরক্ষিত থাকবে বিধানসভাতেই। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের বক্তব্য সংকলনের পর রাজ্য বিধানসভায় এই উদ্যোগ প্রথম।
পশ্চিমবঙ্গে ২০১১ সালে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। গত প্রায় দেড় দশক ধরে রাজ্য বিধানসভায় রাজ্য ও জাতীয় স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন তিনি। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পরিস্থিতির ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত বা সরকারি নীতি নিয়ে রাজ্য তথা জাতীয় প্রশাসনকে দিশা দেখিয়ে মূল্যবান বক্তব্য রেখেছেন বিধানসভার অধিবেশন কক্ষ থেকেই। রাজ্য বিধানসভার পক্ষ থেকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় বক্তব্যকে একসূত্রে গেঁথে বই আকারে একটি সংকলন গ্রন্থ প্রকাশ করতে চায় পশ্চিমবঙ্গ বিধানসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বইয়ের খসড়া প্রস্তুত হয়েছে।মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই চলতি অধিবেশনেই প্রকাশ পেতে পারে সংকলন গ্রন্থটি। এর আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাংলার রূপকার বিধান চন্দ্র রায়ের এধরনের সংকলন গ্রন্থ প্রকাশ করেছে রাজ্য বিধানসভা। মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলে বিধান চন্দ্র রায়ের পর ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সংকলন প্রকাশ করবে পশ্চিমবঙ্গ বিধানসভা।
বিধানসভার সমস্ত সদস্যরা পাবেন এই সংকলন। বইটি রাখা থাকবে বিধানসভার গ্রন্থাগারে। যেখানে সাধারণ মানুষও রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর বক্তব্য সংকলন দেখতে বা পড়তে পারবেন।
