অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান! আসছে, ‘পঞ্চায়েত ৪’! শুধুমাত্র প্রাইম ভিডিও নয়, অন্যান্য ওয়ের সিরিজগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সিরিজ হল পঞ্চায়েত। ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। এতদিন জানা গিয়েছিল, এই সিরিজ ২ জুলাই মুক্তি পাওয়ার কথা। কিন্তু এবার এল বড় চমক। ২ জুলাই নয়, ২৪ জুন মুক্তি পেতে চলেছে ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন।
অ্যামাজন প্রাইম ভিডিয়োর পক্ষ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখান থেকেই মিলেছে ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন মুক্তির তারিখ। ক্যাপশনে লেখা হয়েছে, “নির্বাচন শুরু হয়ে গেছে! মঞ্জু দেবী না ক্রান্তি দেবী, কার হবে নির্বাচনে জয়?” হ্যাঁ, দর্শকরাও অপেক্ষায় রয়েছেন পঞ্চায়েতের চতুর্থ সিজনে মঞ্জু দেবী না ক্রান্তি দেবীর নির্বাচনী লড়াই দেখার জন্য।
অ্যামাজন প্রাইমের পক্ষ থেকে পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, একদিকে রিঙ্কির মা মঞ্জু দেবী অন্যদিকে, ভূষণের স্ত্রী ক্রান্তি দেবী একেবারে সম্মুখ সমরের জন্য প্রস্তুত। রাস্তায় রাস্তায় চলছে প্ল্যাকার্ড আর পতাকা টাঙানোর কাজ। চলছে নির্বাচনী প্রচার। কখনও চলছে সিঙ্গারা আর তার ভিতরে থাকা আলু নিয়ে জোর তরজা! কখনও আবার হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন রিঙ্কির মা মঞ্জু দেবী ভূষণের স্ত্রী ক্রান্তি দেবী। ওদিকে সচিব জি আর রিঙ্কির প্রেমও জমে ক্ষীর হওয়ার আগের পর্যায়ে। এবার দেখার পুরো সিরিজে ঠিক কী ঘটতে চলেছে। প্রস্তুত তো ২৪ জুনের জন্য?
