সকাল থেকে কড়া রোদ। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি। বিশেষ করে উপকূল এবং সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। সব মিলিয়ে একেবারে গলদঘর্ম অবস্থা। এর মধ্যেই আশার আলো দেখাচ্ছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী সাত দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। কয়েকটি জায়গায় ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
এক নজরে দক্ষিণবঙ্গের পূর্বাভাস
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে অস্বস্তিকর গরম। এই অবস্থায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে বাংলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় ব্যাপক বৃষ্টি হবে। পাশাপাশি কয়েকটি জেলায় ঝড় হতে পারে বলেও পূর্বাভাস। হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। এর ফলে কিছুটা হলেও গরম কমবে বলে মত আবহাওয়াবিদদের।
ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও
শুধু দক্ষিণবঙ্গে নয়, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়। যার ফলে এক ধাক্কায় কিছুটা হলেও পারদ নামতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গের পাঁচ জেলায়। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ব্যাপক বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। সেই মতো একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
