পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করলেন, ভারতে আইপিএলের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ফ্লাডলাইট নাকি পাকিস্তানের সাইবার যোদ্ধারাই হ্যাক করে নিভিয়ে দিয়েছিলেন। তিনি এই কথা বলেন পাকিস্তান জাতীয় পরিষদে। ঘটনা হয়েছে ৮ মে, হিমাচলের ধরমশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে, যেখানে প্রযুক্তিগত ত্রুটির জন্য হঠাৎ আলো নিভে যায় এবং খেলা বাতিল হয়।
এই সময়ই ভারতের তরফে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান হয়। লক্ষ্য ছিল পাকিস্তানের মাটিতে জঙ্গিঘাঁটি মাটিতে মিশিয়ে দেওয়া। তার পরেই আসিফ দাবি তোলেন , “আমাদের সাইবার ওয়ারিয়ররা ভারতের বাঁধ থেকে জল ছেড়েছে, বিদ্যুৎ গ্রিড বন্ধ করেছে, এমনকি আইপিএল ম্যাচেও আলো নিভিয়ে দিয়েছে।”
এই ২৯ সেকেন্ডের বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, আর সঙ্গে সঙ্গেই উঠে আসে হাসির রোল। কেউ বলছেন, “ফ্লাডলাইট ওয়াইফাই দিয়ে চলে না, এটা হ্যাক করা যায় না।” আবার কেউ লিখেছেন, “তিন বছরের ভাইপোও একবার ওয়াইফাই খুলে দিয়েছিল, তবে কি সেও সাইবার যোদ্ধা?”
তবে এটাই প্রথম না। এর আগেও এক টিভি সাক্ষাৎকারে যখন তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামানোর প্রমাণ কোথায়, তখন তিনি বলেছিলেন, ‘সোশ্যাল মিডিয়াতে আছে!’ এই ধরনের দাবি তাঁকে ট্রোলের কেন্দ্র করে তুলেছে বারবার।
সব মিলিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি এখন সোশ্যাল মিডিয়ায় এক হাস্যরসের কারণ।