মাওবাদী দমনে ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। বিশেষ অভিযানে নিকেশ মাও শীর্ষনেতা চলপতির স্ত্রী। যাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। বুধবার অন্ধ্রপ্রদেশের আল্লুরি রাজু জেলায় বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আর সেই অভিযান চলাকালীন মাওবাদীদের সঙ্গে ব্যাপক গুলির লড়াই চলে। তাতেই শীর্ষ মাওনেতা চলপতির স্ত্রী সহ আরও তিন মাওনেতার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পরেই বিশেষ অপারেশন চালায় যৌথবাহিনী। স্থানীয় রামপাচোদাভরম থানা এলাকায় লুকিয়ে থাকা মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ের ঘটনা ঘটে বাহিনীর। আধিকারিকরা জানিয়েছেন, নিহত মাও শীর্ষনেতাদের মধ্যে চালাপতির স্ত্রী, রবি চৈতন্য ওরফে অরুণা রয়েছেন। স্পেশাল জোনাল কমিটির সদস্য (SZCM) ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে অরুণার খোঁজ চালাচ্ছিলেন নিরাপত্তা আধিকারিকরা।
ফলে রবি চৈতন্যকে নিকেশ বড় সাফল্য হিসাবেই দেখছে নিরাপত্তা বাহিনী। এছাড়াও এই অভিযানে গজরালা রবি ওরফে উদয় এবং অঞ্জু, দুই মাও শীর্ষ নেতাকেও নিকেশ করা হয়েছে। মৃত দুজনেই এরিয়া কমিটির সদস্য ছিল বলে জানা গিয়েছে। পুলিশের ওই শীর্ষ কর্তা আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একে-৪৭ সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ফলে বড়সড় কোনও অপারেশন চালাতেই শীর্ষ তিন মাওবাদী নেতা একজোট হয়েছিলেন বলে অনুমান পুলিশের। এই ঘটনার পরেই ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। চলছে তল্লাশি অভিযান।
মাও শীর্ষনেতা চলপতি কে?