যোগ দিবসে তাক লাগিয়ে দিলেন তামিলনাড়ুর রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। আজ শনিবার সকালে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মাদুরাইয়ের ভেলাম্মাল এডুকেশনাল ইনস্টিটিউটে যোগা করেন রাজ্যপাল। উপস্থিত ছিল প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী। তবে ৭৩ বছর বয়সে রবীন্দ্র নারায়ণ রবি যেভাবে যোগা করলেন তা একপ্রকার চমকে দেওয়ার মতো।
কার্যত এদিন এক উদাহরণ তৈরি করেছেন তামিলনাড়ুর রাজ্যপাল। কিশোর-কিশোরীদেরও একেবারে হার মানিয়ে দিয়েছেন। পরণে ছিল ট্র্যাক স্যুট এবং ভেস্ট। বয়সকে তোয়াক্কা না করেই যোগ দিবসে এদিন এক অন্য মাত্রা যোগ করেন রাজ্যপাল। একেবারে সঠিক ভাবে একের পর এক যোগাসন করেন তিনি।
এমনকী প্রায় ৫১ টি পুশআপও দেন রবীন্দ্র নারায়ণ রবি। এক সময়ে যে তিনি আইপিএসের ট্রেনিং নিয়েছিলেন সেটা আরও একবার মনে করিয়ে দিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল। এদিন যখন তিনি ৫১ টি পুশ-আপ দিচ্ছেন, তখন চারপাশ থেকে শুধুই শোনা যাচ্ছিল করতালির শব্দ। ৭৩ বছর বয়সে এমনভাবে পুশ-আপ কীভাবে দিচ্ছেন? বিশ্বাসই করতে পারছিলেন না অনেকে। ৭০ ঊর্ধ্ব নাকি ৩০ বছর, একটুও দেখে বোঝার উপায় নেই।
যোগা সম্পর্কে রাজ্যপাল রবি বলেন, যোগা শুধুমাত্র শরীর চর্চা নয়। মানসিক-ভারসাম্য, আধ্যাত্মিকতা এবং আত্মসচেতনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, যোগ হল বিশ্বকে দেওয়া ভারতের অন্যতম উপহার। একইসঙ্গে তামিলনাড়ুর রাজ্যপাল উল্লেখ করেছেন, ২০১৫ সালে বিশ্ব যোগ দিবস হিসেবে রাষ্ট্রসংঘ ২১ জুনকে মান্যতা দেয়। এরপর থেকে প্রত্যেক বছর ২১ জুন দিনটিতে যোগ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। প্রত্যেক বছরই এর জনপ্রিয়তা বাড়ছে। এই বছরও ভারত সহ গোটা বিশ্বে বহু মানুষ যোগ দিবস অংশ নেন।
https://x.com/ANI/status/1936325332484682065?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1936325332484682065%7Ctwgr%5E252dcf318fc54cf0d0970db89067d4c5a4b7059d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatvnews.com%2Ftamil-nadu%2Fnews-at-73-tamil-nadu-governor-r-n-ravi-floors-crowd-with-51-push-ups-during-yoga-day-event-in-madurai-watch-video-2025-06-21-995649
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যোগ দিবসে অংশ নিয়েছিলেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছর যোগ দিবসের থিম ছিল ‘এক পৃথিবী ও এক স্বাস্থ্যের জন্য যোগ’। বিশাখাপত্তনমে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে মোদী আজকের ব্যস্ততম সময়ে যোগের অবদান কতটা তা তুলে ধরেন। একই সঙ্গে বিশ্বজুড়ে চলা অস্থিরতা নিয়েও বার্তা দেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে চলছে এক অস্থিরতা, এই অবস্থায় আমাদের শান্তির দিশা দেয় যোগ। এদিন কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলায় সাড়ম্বরে পালিত হয় যোগ দিবস।