লিডস টেস্টে প্রথম দুই দিনে ভারতের ব্যাটিং যেন এক মহাকাব্য লিখে ফেলল। সেঞ্চুরির হ্যাটট্রিক — প্রথমে যশস্বী জয়সওয়াল, তারপর অধিনায়ক শুভমান গিল, এবং অবশেষে ঋষভ পন্থ। টেস্ট ম্যাচের এক ইনিংসেই তিন ভারতীয় ব্যাটারের শতরান এখন রেকর্ডবুকে।
প্রথম দিনে জয়সওয়াল শুরু করেন দাপুটে স্টাইলে। সবে ২০টি টেস্ট ম্যাচ খেলেছেন, তার মধ্যেই পঞ্চম শতরান করে ফেললেন — ইংল্যান্ডের মাটিতে এই প্রথম। তাঁর ১০১ রানের ইনিংস ছিল ক্লাসিক টেস্ট টেম্পারামেন্ট ও অ্যাটাকিং ফ্লেয়ারের নিখুঁত সংমিশ্রণ।
এরপর নামেন নতুন অধিনায়ক শুভমান গিল। প্রথমবার ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন, আর এই মঞ্চেই হাঁকালেন তাঁর কেরিয়ারের ষষ্ঠ শতরান এবং অধিনায়ক হিসেবে প্রথম শতক। মাত্র ১৪০ বলে, ১৪টি বাউন্ডারিতে সাজানো ইনিংসে দারুণ ছন্দে ছিলেন গিল।
এরপর আসে ঋষভ পন্থের বিস্ফোরণ। দ্বিতীয় দিনের শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালিয়ে প্রথমে ফিফটি, তারপর শোয়েব বশিরকে বিশাল ছক্কায় পূর্ণ করেন নিজের সপ্তম টেস্ট শতরান। এই ইনিংসের মাধ্যমেই পন্থ ভেঙে দেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড — ভারতের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের মালিক এখন তিনিই একজন উইকেটকিপার হিসেবে।
এই তিন ব্যাটারের সম্মিলিত পারফরম্যান্স ভারতীয় ব্যাটিংয়ের গভীরতা ও ধারাবাহিকতা আবারও প্রমাণ করল। বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারার পরবর্তী যুগে, এই নতুন ব্যাটিং ত্রয়ী যেন নিঃশব্দে এক নতুন অধ্যায়ের সূচনা করছে।
লিডসের এই সেঞ্চুরি হ্যাটট্রিক শুধু পরিসংখ্যান নয়, একটি শক্তিশালী বার্তা — ভারতীয় টেস্ট দল নতুন রূপে, নতুন ছন্দে, নতুন লড়াইয়ে প্রস্তুত।