পরীক্ষায় কম নম্বর পাওয়ায় মেয়েকে পিটিয়ে মারলেন বাবা! ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাংলি জেলায়। পড়াশোনায় মেধাবী হওয়া সত্ত্বেও শুধুমাত্র কম নম্বর পাওয়ার কারণে বাবার হাতে প্রাণ হারাতে হল বছর ১৭-র কিশোরীকে। নাম সাধনা ভোঁসলে। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯২.৬ শতাংশ নম্বর পেয়েছিল সে। স্বপ্ন ছিল ডাক্তার হবে। স্বপ্ন পূরণে নিট পরীক্ষার প্রস্তুতি চলছিল জোরকদমে। কিন্তু সেই নিটেরই মক টেস্টে কম নম্বর পাওয়া কাল হল তার।
সাধনা সম্প্রতি নিটের মক টেস্ট দিয়েছিল। তাতে ফল আশানুরূপ হয়নি। সেই কারণে তার বাবা পেশায় স্কুল শিক্ষক ধোন্দিরাম ভোঁসলে প্রচণ্ড রেগে যান। রাগের মাথায় শেষপর্যন্ত তিনি মেয়েকে লাঠি দিয়ে মারধোর করে বসেন। সাধনার মাথায় গুরুতর আঘাত লাগে। অবস্থা খারাপ দেখে তড়িঘড়ি করে সাধনাকে সাংলির উষাকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় মেয়েটির! হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। স্বামীর হাতে মেয়ের মৃত্যু দেখে ২২ জুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাধনার মা। অভিযোগে জানান, তাঁর স্বামী মেয়েকে কম নম্বর পাওয়ার কারণে অত্যাধিক মারধর করেন। তাতেই মেয়ের মৃত্যু হয়েছে।
সাধনার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধোন্দিরামকে গ্রেফতার করেছে। ২৪ জুন পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত এখনও চলছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।