বছরে দুবার হবে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আগামী বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে ক্লাস ১০ এর পরীক্ষা দুবার নেবে। এক্ষেত্রে সিবিএসই’র দাবি, এতে পড়ুয়াদের উপর চাপ কমবে। বোর্ডের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বছরের প্রথম পরীক্ষা নেওয়া হবে ফেব্রুয়ারি মাসে এবং দ্বিতীয় পরীক্ষাটি মে মাসে নেওয়া হবে। দুই পরীক্ষার ফলাফল যথাক্রমে এপ্রিল এবং জুন মাসে নেওয়া হবে।
কীভাবে হবে এই পরীক্ষা?
জানা যাচ্ছে, ক্লাস ১০ বোর্ডের পরীক্ষাটিতে পড়ুয়াদের বাধ্যতামূলক ভাবে দিতে হবে। দ্বিতীয়বার যে পরীক্ষাটি নেওয়া হবে তা হবে ঐচ্ছিক। তাতে ইচ্ছা করলে বসতেও পারেন আবার নাও বসতে পারে পড়ুয়ারা। সব পড়ুয়া নিজেদের ফেব্রুয়ারির ফলাফলে সন্তুষ্ট নাও হতে পারে, সেক্ষেত্রে দ্বিতীয়বারের পরীক্ষায় বসতে পারবেন ছাত্রছাত্রীরা। নতুন নিয়ম অনুযায়ী, বছরে মাত্র একবারই ‘ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট’ হবে। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ সময় ধরেই নয়া এই নিয়ম নিয়ে আলোচনা চলছিল। অবশেষে মিলল ছাড়পত্র। পড়ুয়াদের উপর বাড়তি চাপ কমাতে এবং নিজেদের আরও যোগ্য করার ক্ষেত্রে নয়া এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।
কোন নম্বর ফাইনাল হিসাবে দেখা হবে
যদি কোন শিক্ষার্থী দুই পরীক্ষাতেই অংশ নেয় তাহলে যেটিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে সে, সেটিকে চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। এক্ষেত্রে যদি দেখা যায় প্রথম পরীক্ষায় নম্বর বেশি এসেছে, দ্বিতীয়তে কম, তাহলে প্রথম নম্বরটিকেই চুড়ান্ত বলে ধরে নেওয়া হবে।
কোন পড়ুয়া সুযোগ পাবে?
বোর্ড সূত্রে জানা গিয়েছে, পড়ুয়াদের তিনটি বিষয়ে আরও উন্নত করার সুযোগ দেওয়া হবে। প্রথম পরীক্ষায় তিনটি বিষয়ে যদি ফেল করে তাহলেও দ্বিতীয়বারের পরীক্ষায় বসতে পারবে সংশ্লিষ্ট ওই পড়ুয়া।