সোনা চুরির অভিযোগে শ্রীঘরে বিজেপি নেতা! ওড়িশার জলেশ্বরে একটি গয়নার দোকান থেকে প্রায় ১০০ গ্রাম সোনা চুরির অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার এক যুবকের বিরুদ্ধে। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সোমনাথ সাউ। তিনি একসময় বিজেপি যুব মোর্চার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে, জলেশ্বর শহরের একটি গয়নার দোকানে সোনা চুরির সময় হাতেনাতে ধরা পড়েন সোমনাথ। দোকানে থাকা সিসিটিভি ফুটেজে চুরির ছবি ধরা পড়েছে। স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তৃণমূল দাবি করেছে, সোমনাথ বর্তমানে বিজেপি যুব মোর্চার পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক। সোশ্যাল মিডিয়ায় ধৃতের বিজেপির শীর্ষনেতা সুকান্ত মজুমদার ও অভিনেতা-রাজনীতিবিদ হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করে কটাক্ষ করেন শাসকদলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
অন্যদিকে, বিজেপি দাবি করেছে, সোমনাথের সঙ্গে দলের আর কোনও সম্পর্ক নেই। বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, “সে এক সময় বিজেপিতে ছিল ঠিকই, তবে গত দেড় বছর ধরে সক্রিয় নয়।” তবে প্রশ্ন উঠছে, তার নাম এখনও বিজেপির জেলা কমিটিতে থাকল কীভাবে? এই প্রশ্নে অরূপবাবু বলেন, “নতুন কমিটি এখনও গঠিত হয়নি বলে হয়তো নাম রয়ে গিয়েছে।”
বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তার সঙ্গে ধৃতের ছবি ২০২১ সালের নির্বাচনের সময় তোলা। তিনি বলেন, “প্রচারে হাজার হাজার মানুষ আসতেন। কে কোন ছবি তুলছে, সেটা জানার উপায় নেই।” তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এখন এই বিষয়টিকেই ইস্যু করে ময়দানে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল।