আন্ডারওয়ার্ল্ড পার্টিতে ডাক পেয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান! সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই এক ঘটনার কথা তুলে ধরলেন মিস্টার পারফেকশনিস্ট, যা শুনে আঁতকে উঠেছেন অনেকেই। তিনি জানান, ১৯৯০-এর দশকে যখন তিনি বলিউডে জনপ্রিয়তার শীর্ষে, তখন সম্ভবত দুবাইয়ে এক আন্ডারওয়ার্ল্ড পার্টিতে আমন্ত্রণ পেয়েছিলেন। সেই সময় কিছুজন তাঁর সঙ্গে দেখা করে তাঁকে পার্টিতে যোগ দেওয়ার অনুরোধ জানান। এমনকি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি ও অর্থের প্রলোভনও দেখানো হয় আমিরকে।
এমন লোভনীয় প্রস্তাব পেয়ে কী করেছিলেন আমির? সরাসরি তাদের প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেতা। তিনি বলেন, “আমি বলেছিলাম, আমি স্বেচ্ছায় যাব না। তোমরা যদি জোর করে, পিটিয়ে, হাত-পা বেঁধে নিয়ে যাও, তবু আমি নিজে থেকে যাব না।” এই ঘটনার পর তারা আর যোগাযোগ করেনি। আমির বলেন, “আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তখন, নিজের জন্য নয়, বরং পরিবারের জন্য। আমার তখন দুটি ছোট বাচ্চা ছিল, আর মা-বাবা খুব চিন্তিত ছিলেন। কিন্তু আমি তাঁদের বলেছিলাম, আমি নিজের মতো করে জীবন কাটাতে চাই এবং সেই পার্টিতে আমি যাব না।”
উল্লেখ্য, ওই সময় আমিরের দুই সন্তান জুনায়েদ ও ইরা ছিলেন। সঙ্গে তাঁর প্রথম স্ত্রী রীনা দত্ত। আমির ও রীনার বিয়ে হয় ১৯৮৬ সালে। ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ওই সাক্ষাৎকারে আমির কারও নাম করেননি। যদিও তিনি ওই আন্ডারওয়ার্ল্ড ব্যক্তিদের নাম বলেননি, তবে অনেকেই ধারণা করছেন এতে কুখ্যাত গ্যাংস্টারদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
এই ঘটনার পাশাপাশি, সাক্ষাৎকারে ‘মোগল’ নামের একটি বায়োপিক নিয়েও কথা ওঠে। প্রয়াত সংগীত প্রযোজক গুলশন কুমারের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হওয়ার কথা ছিল এই ছবির। গুলশন কুমার ১৯৯৭ সালে আন্ডারওয়ার্ল্ডের গুলিতে নিহত হন। আমির খান প্রথমে এই ছবিতে অভিনয়ের কথা বললেও পরে সরে দাঁড়ান।