এক মহিলার দেওয়াল ভাঙার প্রতিবাদ করেছিলেন। আর সেটাই নাকি ছিল ‘বড় অন্যায়’ ষাটোর্ধ্ব প্রবীন বামনেতার। আর তাই ‘শাস্তি’ হিসাবে প্রকাশ্যে রাস্তায় ফেলে পেটালেন তৃণমূলের ‘দাপুটে’ নেত্রী। একেবারে চড়, ঘুষির সঙ্গে চলল জুতোপেটাও। এমনকী বৃদ্ধের জামাকাপড় ছিঁড়ে চোখেমুখে রঙ লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইতিমধ্যে। ঘটনায় সর্বস্তরে নিন্দার ঝড় উঠেছে। বিতর্কের মুখে শাসকদল তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে খরিদা এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। বর্ষীয়ান ওই বামনেতার নাম অনিল দাস। আজ সোমবার সকালে তাঁর উপর চড়াও হয় স্থানীয় তৃণমূলনেত্রী বেবি কোলে এবং তাঁর দলবল। হঠাৎ করে প্রকাশ্য বাজার এলাকায় রাস্তায় ফেলে অনিল দাসকে মারধর শুরু করে বেবি এবং তাঁর অনুগামীরা। আতঙ্কে দোকানের মধ্যে লুকানোর চেষ্টা করলেও জামা ধরে বের করে এনে চলে মারধর!।
প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে মাটিতে ফেলে জুতো পেটা করা হচ্ছে অনিলবাবুকে। এমনকী তৃণমূলনেত্রী বেবিও বেধড়ক মারধর করছে বলে ভিডিওতে দেখা যাচ্ছে। ওই কাণ্ড থেকে পথচলতি অনেক মানুষই স্থম্ভিত হয়ে পড়েন। বৃদ্ধ মানুষকে এমনভাবে মারধরের ঘটনায় তীব্র ধিক্কার জানান। কিন্তু কেন এই অবস্থা? অনিলবাবু জানিয়েছেন, স্থানীয় এক মহিলার শৌচাগারের দেওয়াল ভেঙে দেয় তৃণমূলের লোকেরা। আর তা দেখে চুপ থাকতে পারেননি তিনি।
অনিলবাবুর কথায়, এই ঘটনার প্রতিবাদ করেছিলাম। মহিলাকে সঙ্গে নিয়ে স্থানীয় থানায় অভিযোগও জানাই। আর এটাই তাঁর অন্যায় হয়েছে। আর সেই কারনেই এভাবে তাঁর উপর হামলা হল বলে জানিয়েছেন বর্ষীয়ান এই বামনেতা। তাঁর কথায়, অন্যায় দেখে চুপ থাকতে পারেনি। তবে এভাবে মার খেতে হবে তা কল্পনাতেও ভাবতে পারেননি বলে জানিয়ছেন অনিল দাস। ইতিমধ্যে স্থানীয় খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে আদৌও ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে সংশয়ে বৃদ্ধ।
ঘটনার ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বাংলায় এটাই তৃণমূলের সংস্কৃতি হয়ে গিয়েছে। প্রতিবাদ করলেই মার খেতে হবে। যদিও এই ঘটনায় অভিযুক্ত তৃণমূলনেত্রী বেবি কোলের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছে। একই সঙ্গে আইন মেনে পুলিশ যাতে ব্যবস্থা নেয় সেই আবেদনও জানানো হয়েছে।