আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। আবারও রক্তাক্ত হামলার ঘটনা। সোমবার দুপুর আনুমানিক ২টা নাগাদ চূড়াচাঁদপুর জেলার মঙজাং গ্রামে গুলি চলে। আওয়াজে কেঁপে উঠল এলাকা। একটি চলন্ত গাড়িতে বন্দুকবাজদের আচমকা চালানো গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান চার জন! নিহতদের মধ্যে রয়েছেন একজন ৬০ বছর বয়সী বৃদ্ধাও।
পুলিশ সূত্রে খবর, চূড়াচাঁদপুর শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে যাওয়ার সময় সময় গাড়িতে ঘটে হামলার ঘটনা। হামলাকারীরা গাড়ির একেবারে কাছ থেকে এলোপাথাড়ি গুলি চালায়। চূড়াচাঁদপুর জেলা সদর থানার এক শীর্ষ পুলিশ আধিকারিক এই প্রসঙ্গে জানান, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে খুব কাছ থেকে গুলি করা হয়েছে, পয়েন্ট-ব্ল্যাংক রেঞ্জ হামলার ইঙ্গিত মিলেছে।”
ঘটনাস্থল থেকে এক ডজনেরও বেশি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এর থেকে অনুমান, হামলাকারীরা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। তবে এখনও পর্যন্ত মৃতদের সঠিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। হামলার পরই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। গোটা অঞ্চলের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। কে বা কারা এই হামলার পেছনে রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। কোনও সংগঠন এখনও ঘটনার দায় স্বীকার করেনি। পুলিশ জানিয়েছে, হামলার পেছনের উদ্দেশ্য এখনও অজানা।
উল্লেখ্য, মণিপুর রাজ্যজুড়ে জাতিগত উত্তেজনা, হিংসার ঘটনা ও অস্থিরতা চলছে দীর্ঘদিন। গত বছরের মে মাস থেকে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের ফলে বিভিন্ন এলাকায় সংঘর্ষ এবং ধারাবাহিক প্রাণহানির ঘটনা ঘটছে। সেই উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলল এই নতুন হামলা, বলছেন বিশ্লেষকরা। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, তার জন্য সতর্ক প্রশাসন। কিন্তু মণিপুরের সাম্প্রতিক ইতিহাস বলে, এ রাজ্যে আইনের শাসনের লেশমাত্র নেই।