সুদীপ্ত চট্টোপাধ্যায়: আরও ছ’মাস মুখ্যসচিব পদে মেয়াদ বাড়ল মনোজ পন্থের। সোমবারই মুখ্য সচিব হিসেবে কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে মনোজ পন্থের। অর্থাৎ সরকারি কর্মজীবনের সোমবারই শেষ দিন রাজ্যের বর্তমান মুখ্য সচিবের। সেই হিসেবে গত কয়েক দিন ধরেই পরবর্তী মুখ্য সচিব কে হবেন তা নিয়ে নবান্ন জুড়ে চলছে জল্পনা। নামের দৌড়ে রয়েছেন দু’জন, বর্তমান অর্থ সচিব প্রভাতকুমার মিশ্র এবং বর্তমান ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব বিবেক কুমার।
এই দুই সিনিয়র আইএএস অফিসার এর মধ্যে আইএস ব্যাচ হিসেবে সিনিয়র মোস্ট হলেন বিবেক। ১৯৯০ সালের আইএস ব্যাচ বিবেক গত বছরে মুখ্য সচিব হওয়ার দৌড়ে ছিলেন। অন্যদিকে ১৯৯৩ সালের আইএএস ব্যাচ প্রভাতকুমার মিশ্র গত বছরের মুখ্যসচিব হওয়ার দৌড়ে থাকার পাশাপাশি আলাপন বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া মুখ্য সচিবের দায়িত্বে সাময়িকভাবে তার নামেই পরবর্তী মুখ্য সচিবের নোটিফিকেশন জারি করা হয়েছিল।
প্রভাত মিশ্র তখন ছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রধান সচিব। মুখ্য সচিব হিসেবে প্রভাত মিশ্রের নামে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর সেদিন বিকেলে ফের বিজ্ঞপ্তি বদল করা হয়। নতুন মুখ্য সচিব হিসেবে নয়া বিজ্ঞপ্তিতে জায়গা পান তৎকালীন অর্থ সচিব মনোজ পন্থ। প্রভাত মিশ্রকে মনোজপন্থের স্থলাভিষিক্ত করা হয়। তারপর থেকে আজ পর্যন্ত রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন মনোজ পন্থ। আজ তার কর্মজীবনের শেষ দিন। মুখ্যসচিব হিসেবে তিনি তার কার্যকালের মেয়াদ আর দীর্ঘায়িত করতে চান না।
বিশ্ব ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্তা হিসেবে মনোজ পন্থের যোগ দেওয়ার কথা। যদিও শেষ বেলায় বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়ে দিল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের মুখ্য সচিব পদে বহাল থাকবেন মনোজ পন্থ। উল্লেখযোগ্য আগামী বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্য সচিব বদলের আগ্রহ দেখাচ্ছে না নবান্ন বলে সরকারি সূত্রে খবর।
যদিও মনোজ পন্থকে ছয় মাসের সময় মেয়াদ বাড়ানো হলেও তা নির্বাচনের নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। সে ক্ষেত্রে রাজ্য সরকার ঠিক নির্বাচনের মুখে নতুন মুখ্য সচিব নিয়োগ করবে নাকি ফের বর্তমান মুখ্য সচিবের দ্বিতীয় দফার মেয়াদ বাড়ানো হবে তা নিয়ে এর পর্যালোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।