এই মুহূর্তে বিনোদন জগতে বেশ হৈচৈ ফেলে দিয়েছে ওয়েব সিরিজ পঞ্চায়েতের সিজন-৪। এই সিজনে ফুলেরা গ্রামের প্রধানজির মেয়ের চরিত্রে রিঙ্কি নজর কেড়েছেন দর্শকদের। তাঁর সঙ্গে সচিবজির প্রেম নিয়ে আলোচনা সর্বত্র। নজর কেড়েছেন পাশের বাড়ির মেয়ে রিঙ্কি। তাই রিঙ্কিকে নিয়ে দর্শকদের উৎসাহের শেষ নেই। আপনারও নিশ্চই জানতে ইচ্ছে করেছে কে এই রিঙ্কি? চলুন, তাহলে আপনার উৎসাহ মেটাই।
অভিনয়ের জগতে যে অভিনেতা তাঁর আসল নামের পরিবর্তে চরিত্রের নামে পরিচিত হন তাঁর দর প্রচুর।
রিঙ্কি অভিনয়ের জীবনের শুরুতেই সেই পথে হাঁটা শুরু করেছেন। পর্দার রিঙ্কির আসল নাম পূজা সিং। যদিও অভিনয় জগতে নামার পর তিনি তার নাম পাল্টে শ্বান্বিকা করে ফেলেন। অভিনয়ে নামার আগে রিঙ্কি ছিলেন একজন ইঞ্জিনিয়ার। বেঙ্গালুরুতে চাকরিও করেছেন। কিন্তু পরে চাকরি ছেড়ে পাকাপাকি নেমে পড়েন অভিনয়ে। পঞ্চায়েত ওয়েব সিরিজে মধ্যপ্রদেশের ভোপাল থেকে ৪৭ মিলোমিটার দূরের যে ফুলেরা গ্রামকে ঘিরে গল্প, শ্বান্বিকার বাড়িও তার পাশেই।
শ্বান্বিকা জানিয়েছেন, বাড়িতে কিছু না জানিয়েই তিনি চাকরি ছেড়ে মুম্বইয়ে চলে আসেন। অভিনয়ে জগতে নিজেকে যাচাই করাই ছিল ইচ্ছে। পঞ্চায়েত ছাড়াও শ্বান্বিকা ‘লগন লীলা ভার্গব’ এবং ‘হজামতে’র মত সিরিজেও অভিনয় করেছেন।
