এর আগে তাঁর করা ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গেছে। তাই জিয়ো তাৎসুকির তুলনা বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যৎবক্তা বাবা বেঙ্গার সঙ্গে করা হয়। সেই তাৎসুকির করা এক ভবিষ্যৎবাণী নিয়েই আপাতত তোলপাড় দুনিয়া । তাৎসুকি জানিয়েছেন, ২০২৫ এর ৫ জুলাই জাপান সহ গোটা বিশ্বকে তোলপাড় করে দেবে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির জেগে ওঠা। জাপান বেশ কিছুদিন ধরেই প্রাকৃতিক বিপর্যয়ে জেরবার। বেশ কয়েকটি ভূমিকম্পের পর জিয়োর বক্তব্যকেও সত্যি বলেই দাবি করছেন মানুষজন।
উল্লেখ্য বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যৎবক্তা বাবা বেঙ্গার করা ভবিষ্যৎবাণী প্রিন্সেস ডায়নার মৃত্যু থেকে শুরু করে ২০২০-র করোনা, হুবুহ মিলে গেছে। ঠিক সেই রকম তাৎসুকির বেশ কিছু ভবিষ্যৎবাণীও ইতিমধ্যে সত্যি প্রমাণিত হয়েছে।
এরই মাঝে ৩৩০ টির বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে তোকারা দ্বীপে। কিউশু-এর মাউন্ট সিনময়ি আগ্নেয়গিরি ফেটে প্রায় ৫০০ মিটার অঞ্চল তছনছ করে দিয়েছে। এসব দেখার পর শুধু জাপান নয় গোটা এশিয়ার বহু মানুষ তাৎসুকির ভবিষ্যৎবাণী নিয়ে ভয়ে কাঁটা হয়ে রয়েছেন। এমনকি এই কারণে জাপানে পর্যটকের সংখ্যা কমেছে চোখে পড়ার মত।
