সুদীপ্ত চট্টোপাধ্যায়: আইন কলেজের অস্থায়ী চাকরি আগেই খোয়া গিয়েছে। এবার আইনজীবীর তকমাও খোয়ালেন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত মনোজিৎ মিশ্র। বুধবার কলকাতা হাইকোর্টে রাজ্যের বার কাউন্সিলের বৈঠকে স্বতপ্রণোদিতভাবে সর্বসম্মতিক্রমে মনজিৎকে আইনজীবীদের এনরোলমেন্ট থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এনরোলমেন্ট থেকে নাম বাতিলের পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয় যে ভবিষ্যতে রাজ্যের কোন আদালতে ওকালতি করতে পারবে না মনোজিৎ। আইন কলেজের এই গণধর্ষণের ঘটনায় একজন আইনজীবী হিসেবে আইনজীবী ধারার
মিসকন্ডাক্ট করেছেন মনোজিৎ বলে বার কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়। এদিন রাজ্য বার কাউন্সিলের বৈঠকে এই মর্মে একটি বিশেষ রেজ্যুলিউশন নেওয়া হয়। নির্যাতিতার পরিবার যদি কোন ধরনের আইনি সাহায্য চান অবশ্যই তাদেরকে সাহায্য করা হবে বলেও এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বা শোকজ না করেই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া নিয়েও চর্চা শুরু হয়েছে হাইকোর্ট চত্বরে। যদিও আপাতত জেলবন্দী মনোজিৎ যদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করতে চান সেক্ষেত্রে কোনও আইনজীবীর সাহায্য পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে আইনজীবী মহল।