২০২০ সালের পর দেশজুড়ে তরুণ-তরুণীদের মধ্যে হঠাৎ হৃদরোগে মৃত্যুর ঘটনা বাড়ছে। যা উদ্বেগ তৈরি করেছে মানুষের মনে। কোথাও জিম করতে গিয়ে, কোথাও স্টেজে পারফর্ম করার সময়, আবার কোথাও বাড়িতে আচমকা অসুস্থ হয়ে তারকাদের মৃত্যুর খবর সামনে আসে। কারও বয়েসই বেশি না। এই সব মৃত্যুর সঙ্গে কোভিড ভ্যাকসিনের যোগ রয়েছে কি না, তা নিয়েই শুরু হয় আলোচনা।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মঙ্গলবার জানিয়ে দিয়েছে, কোভিড টিকা এবং হঠাৎ আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মধ্যে কোনও সরাসরি সম্পর্ক নেই। এই দাবির পেছনে রয়েছে আইসিএমআর এবং এমস-এর গবেষণা।
বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, ‘আইসিএমআর, এনসিডিসি এবং এমস-এর যৌথ সমীক্ষায় প্রমাণ হয়েছে যে, ভারতে দেওয়া কোভিড টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা অত্যন্ত বিরল। হঠাৎ মৃত্যুর পেছনে থাকতে পারে জিনগত কারণ, পুরনো অসুস্থতা, জীবনযাপনের অভ্যাস কিংবা কোভিড-পরবর্তী জটিলতা।’
সম্প্রতি মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যু ঘিরে আরও এক বার এই বিতর্ক সামনে আসে। মাত্র ৪২ বছর বয়সে বাড়িতে অচৈতন্য হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে তাঁর মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট বলেই মনে করছেন চিকিৎসকেরা। এই প্রেক্ষিতেই স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিয়েছে, ‘ভ্যাকসিন নিয়ে যে ধরনের বিভ্রান্তিকর প্রচার চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বৈজ্ঞানিক সত্যের সঙ্গে খাপ খায় না।’