সাধারণ মানুষের জন্য বড়সড়ো স্বস্তির খবর। নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারগুলিকে সুরাহা দিতে বড় পদক্ষেপের্ পথে হাটতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার পণ্য ও পরিষেবা কর(জিএসটি) স্ল্যাব পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। সরকারের মূল প্রস্তাব হল, কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের উপর জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা অথবা ১২% স্ল্যাব সম্পূর্ণভাবে বাদ দেওয়া।
সূত্রের খবর, বর্তমানে সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বেশিরভাগ পণ্যই ১২% জিএসটি আওতাভুক্ত। এর মধ্যে এমন পণ্যও রয়েছে যা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের কাছে নিত্যপ্রজনীও এবং গুরুত্বপূর্ণ । এই পণ্যগুলির ক্ষেত্রে জিএসটি কমানোর বা বাদ দেওয়ার পথে হাটতে চাইছে কেন্দ্র। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে যে সমস্ত পণ্যগুলির দর কমতে পারে সেগুলি হল- টুথপেস্ট বা পাউডার, ছাতা, সেলাই মেশিন, প্রেসারকুকার এবং বাসন, সাইকেল, হাজার টাকার ওপরে বিক্রি হওয়া কাপড়, ৫০০ থেকে ১০০০ টাকা দামের জুতো, বেশিরভাগ ভ্যাকসিন, নানান স্টেশনারি দ্রব্য, কৃষিকাজে ব্যবহৃত সামগ্রী।
জানা গেছে, জিএসটি কমানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকার ৪০ -৫০ হাজার কোটির আর্থিক চাপে পড়বে। যদিও তেন্দ্রের মতে, এই চাপ সামাল দিতে তারা প্রস্তুত। তাদের ভাবনা হল, জিএসটি হ্রাসে উৎপাদন বৃদ্ধি পাবে। যার ফলে আগামী সময়ে রাজস্ব বৃদ্ধি পাবে। আর তাতেই এই ঘাটতি পূরণ হয়ে যেতে পারে।
শোনা যাচ্ছে, জিএসটি পরিষদের আগামী ৫৬ তম বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়তে পারে। এই বৈঠক চলতি মাসেই হওয়ার কথা।