পহেলগাঁও হত্যাকাণ্ডের পাল্টা জবাব ভারতের “অপারেশন সিঁদুর”! সব মিলিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের টালমাটাল অবস্থা। কিন্তু এরই মাঝে ভারতে বসে ইনস্টাগ্রামে পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের প্রোফাইল সার্চ করলে দেখা যাচ্ছে পুরো ডিটেল। ভারত-পাকিস্তানের সম্পর্কের বরফ কি তবে গলছে?
উল্লেখ্য, দুই মাস আগে পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটির বিরুদ্ধে। এরপর বহু পাকিস্তানি সেলেব্রিটি ভারতের বিরুদ্ধে মন্তব্য করলে তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারত থেকে বন্ধ করে দেওয়া হয়। সার্চ করলেও দেখা যাচ্ছিল না তাঁদের অ্যাকাউন্ট। তবে সম্প্রতি অনেকের অ্যাকাউন্ট আবার ভারত থেকে দেখা যাচ্ছে।
ভারতের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দেখেছেন, পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে মাওরা হোসেন, ইউমনা জায়েদি, আহাদ রাজা মীর ও ড্যানিশ তাইমুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন আবার ভারতে দেখা যাচ্ছে। আগে এই সকল পাক সেলিব্রিটিদের অ্যাকাউন্টে গেলে “এই কনটেন্ট ভারতে দেখা যাবে না” – এই ধরনের বার্তা দেখা যেত। কিন্তু এখন সেই বার্তা নেই।
ফলে প্রশ্ন উঠেছে, তবে কি ভারত সরকার এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? যদিও এ নিয়ে এখনও কোনো অফিসিয়াল বক্তব্য আসেনি তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে। কেউ কেউ মনে করছেন এটি হয়তো ইনস্টাগ্রামের অ্যালগরিদমের কোনো ত্রুটি।তবে এখনও পর্যন্ত এ-লিস্ট তারকাদের অ্যাকাউন্ট যেমন হানিয়া আমির, ফাওয়াদ খান বা মাহিরা খানের অ্যাকাউন্ট ভারত থেকে দেখা যাচ্ছে না। সেখানে গেলে লেখা থাকে: “ভারতে এই অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে না। কোনো আইনি অনুরোধের ভিত্তিতে তা বন্ধ করা হয়েছে।”
সম্প্রতি ভারতে বিতর্ক তৈরি হয়েছিল হানিয়া আমিরকে নিয়ে। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিত দোসাঞ্জের নতুন ছবি ‘সরদার জি ৩’-তে হানিয়ার অভিনয় ঘিরে ক্ষোভ দেখা দিয়েছে। যদিও এই ছবি ভারতে মুক্তি পায়নি। তবুও হানিয়ার সঙ্গে কাজ করায় দিলজিতকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। সব মিলিয়ে পাকিস্তানি সেলেব্রিটিদের সামাজিক মাধ্যমে ভারত থেকে দেখা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিছু অ্যাকাউন্ট দেখা গেলেও, বড় বড় তারকাদের অ্যাকাউন্ট এখনো ব্লকই আছে।