৯০তম জন্মদিনে উত্তরসূরির কথা ঘোষণা করলেন তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। তিনি নিশ্চিত করেছেন, তাঁর অবর্তমানে এমন একজন থাকবেন যিনি বৌদ্ধ ধর্ম এবং দলাই লামার ৬০০ বছর প্রাচীন দর্শনকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়ার কাজে ব্যপ্ত থাকবেন। তিনিই হবেন বর্তমান দলাই লামার উত্তরসুরি। অর্থাৎ, নতুন দলাই লামা।
এ দিকে, দলাই লামার ঘোষণায় নড়েচড়ে বসছে চিন। দলাই লামা (আসল নাম তেনজিং গ্যাতসো) ঘোষণা করে দিলেন যে, বিশ্ব শীঘ্রই পেতে চলেছে আগামী দলাই লামা। দলাই লামার পুনর্জন্মের প্রক্রিয়াও অব্যাহত থাকবে। তিব্বতি বৌদ্ধরা বিশ্বাস করেন, দলাই লামার পুর্নজন্ম ওঁর আধ্যাত্মিক ঐতিহ্য বজায় রাখার জন্যেই হয়। বৌদ্ধদের বর্তমান ১৪ তম ধর্মগুরু গত মাসের ৬ তারিক ৯০ বছর পার করেছেন। বলা হচ্ছিল এই দিনই তিনি আগামী দলাই লামার ঘোষণা করবেন। তার নির্বাচনের প্রক্রিয়াও জানাবেন। সে দিনই দলাই লামা প্রবীণ বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গে দেখা করেন এবং জানান আগামী দলাই লামার নির্বাচন কী ভাবে হবে। দলাই লামা জানান, আমি ২০২২ এর ২৪ ডিসেম্বরই জানিয়ে দিয়েছিলাম আগামী দলাই লামার নির্বাচন দলাই লামার অফিস, গেডেন ফোদরং ট্রাস্টের সদস্যরাই করবে। আর এই ঘোষণায় নড়েচড়ে বসেছে চিন।
চিন এবং দলাই লামার বিরোধ কারও অজানা নয়। দলাই লামার এই ঘোষণার পর চিন তীক্ষ্ণ প্রতিক্রিয়া দিয়েছে। চিনের বিভিন্ন সংবাদপত্রে লেখা হয়েছে, ‘আসলে তিব্বতি গুরু নিজের কর্তৃত্ব বজায় রাখতেই এই নির্বাচন প্রক্রিয়া গেডেন ফোদরং ট্রাস্টের হাতে ছেড়েছেন।’ দলাই লামার পাশাপাশি এই ট্রাস্টও বরাবরই চিনের নিশানায়।