বহু অনুরাগীর বহু প্রতীক্ষার অবসান অবশেষে। আর সেট থেকে ভাইরাল ছবিতে চোখ রাখতে হবে না। প্রকাশ্যে এল রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক। মুক্তির এক ঘণ্টার মধ্যেই ৩ মিনিটের এই ঝলক ইউটিউবে পার করে ফেলেছে ১৪ হাজার ভিউজ। অনুরাগীদের উচ্ছ্বাসের নেই অন্ত।
কোনও ছবির ক্ষেত্রেই সাধারণত প্রথম ঝলক ৩ মিনিট দীর্ঘ হতে দেখা যায় না। তবে এই সিনেমা নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছিল, সেই কথা মাথায় রেখেই হয়তো নির্মাতারা এমন দীর্ঘ এবং অত্যন্ত শক্তিশালী ঝলক প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন। ছবির কাস্ট মোটামুটি এতদিনে সকলেরই ঠোঁটস্থ। রামের চরিত্রে রণবীর কাপুর ও রাবণের চরিত্রে দক্ষিণী তারকা ‘কেজিএফ’ যশকে দেখা যাবে। ম্যাগনাম ওপাসের এই ঝলকে মিলল তাঁদের দেখাও। তবে বলাই বাহুল্য, যে পরিমাণ তাঁদের দেখা মিলেছে তাতে দর্শকের শখ মেটা কঠিন, এবং সেখানেই বাজিমাত নির্মাতাদের।
ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন নীতীশ তিওয়ারি। গোটা ভারতজুড়ে ৯টি শহরে একাধিক স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রকাশ্যে আসে ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক। এছাড়া নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারেও স্ক্রিনিং হয় যা ছবির আন্তর্জাতিক পরিধিতে সিলমোহর দেয়। রাম ও রাবণের প্রচলিত ও পরিচিত দ্বন্দ্বের এই গল্প বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার প্রচেষ্টা নির্মাতাদের।
ঝলকের শুরুতেই ব্রহ্মা, বিষ্ণু ও শিবের পৌরাণিক উল্লেখের পরই আসে ‘দুষ্ট’ রাবণের কথা যে এই জগতের ভারসাম্য নষ্ট করতে চায়। সেই ভারসাম্য বজায় রাখতে রাম রূপে মর্ত্যে আগমন বিষ্ণুর। সেই গাঁথাই এবার ম্যাগনাম ওপাস হয়ে ধরা দেবে বড়পর্দায়। ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে, হনুমান হিসেবে সানি দেওল, লক্ষ্মণের চরিত্রে রবি দুবেকে দেখা যাবে। তবে অনুরাগীদের নজর কেড়েছে এই ছবির মিউজিক। ছবিতে একসঙ্গে সঙ্গীত পরিচালনা করবেন হ্যান্স জ়িমার ও এআর রহমান। অ্যাকশন কোরিওগ্রাফির দায়িত্বে বিখ্যাত স্টান্ট কোঅর্ডিনেটর টেরি নোটারি ও গাই নরিস থাকছেন। ফলে দারুণ অ্যাকশন দৃশ্য দেখার অপেক্ষায় সকলেই। ছবির ভিএফএক্সের দায়িত্বে ৮ বার অস্কার জয়ী সংস্থা DNEG।
২০২৬ সালের দীপাবলিতে এই ছবির প্রথম অংশ মুক্তি পাওয়ার কথা। ২০২৭-এ আসবে দ্বিতীয় ভাগ। গত নভেম্বরেই সেই ঘোষণা করা হয়েছিল নির্মাতাদের তরফে। ছবির প্রযোজকদের মধ্যে রয়েছেন যশ নিজেও।