সুদীপ্ত চট্টোপাধ্যায়: উস্কানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ রুখতে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে আজ চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভুয়ো খবর, মিথ্যে ভিডিও ও বিদ্বেষমূলক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এতে সমাজে অপরাধপ্রবণতা বাড়ছে, শান্তি ও সামাজিক ঐক্য নষ্ট হচ্ছে। এর জন্য মহিলা, শিশু, বৃদ্ধ ও আর্থিকভাবে দুর্বল মানুষদের উপর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন ” সাইবার অপরাধ এখন আর শুধু তথ্য চুরি বা প্রতারণা নয়, এর পরিধি বেড়ে গিয়ে সমাজের অনেক গভীরে। সাধারণ মানুষের মানসিক, সামাজিক ও আর্থিক সংকট তৈরি করছে। ভুয়ো খবর ছড়ানোর ফলে সাম্প্রদায়িক উত্তেজনা, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, ও সামাজিক অস্থিরতা বাড়ছে।”
এই পরিস্থিতিতে বর্তমান আইন যথেষ্ট নয় বলেই মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ডিজিটাল অপরাধ দমন করতে আরও কঠোর ও কার্যকরী আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি ডিজিটাল মাধ্যমের অপব্যবহার এবং ভুয়ো খবর চেনার জন্য ডিজিটাল সাক্ষরতা, সচেতনতামূলক প্রচার বাড়ানোর উপর মুখ্যমন্ত্রী তাঁর লেখা চিঠিতে গুরুত্ব আরোপ করেছেন।