বয়স ৪৯, তাতে কী! এখনও নিজের ‘সেক্স লাইফ’ সম্পর্কে অকপটে সমস্ত কথা বলতে পারেন তারকা অভিনেত্রী শার্লিজ় থেরন। তাঁর এমন সৎ সাক্ষাৎকার রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। যাকে বলে একেবারে বিস্ফোরণ! সম্প্রতি এক জনপ্রিয় অনুষ্ঠানে এসে এক ২৬ বছর বয়সী যুবকের সঙ্গে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ উপভোগ করার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী।
অ্যালেক্স কুপারের জনপ্রিয় ‘কল হার ড্যাডি’ পডকাস্টে নিজের নতুন ছবি ‘দ্য ওল্ড গার্ড ২’-এর প্রচারে এসেছিলেন শার্লিজ়। সেখানেই তাঁর যৌন সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রীকে ‘সেক্স অ্যাডভাইস’ দিতে বলা হয়। তখনই হাটে হাঁড়ি ভাঙেন শার্লিজ়। অভিনেত্রী বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বোধ হয় আমি ঠিক নই… খুব বাজে শুনতে লাগছে হয়তো কিন্তু আমার মনে হয় এই ৪০ বছর বয়সে এসে আমি সেই স্বাধীনতার স্বাদ পেয়েছি যেখানে মনে হচ্ছে এটা দারুণ। এটা দৃষ্টিভঙ্গীর উপর নির্ভর করে।’
এর পরেই তিনি জানান সম্প্রতি এক ২৬ বছর বয়সী যুবকের সঙ্গে ‘ওয়ান নাইট স্ট্য়ান্ড’ করেছিলেন তিনি। সেই রাতের যৌন মিলনে যে তিনি তৃপ্ত তা তাঁর চোখেমুখে ফুটে ওঠে। দুই সন্তানের মা শার্লিজ় কখনও বিয়ে করেননি। তবে বরাবরই শারীরিক চাহিদা বা সাধারণ মানুষের কাছে ‘গোপন’ বিষয় নিয়ে অকপটে কথা বলে থাকেন। এই প্রশ্নের উত্তরেই অভিনেত্রী জানান গোটা জীবনে তিনি বার তিনেক ওয়ান নাইট স্ট্যান্ড করেছেন। তবে সাম্প্রতিক অভিজ্ঞতাকেই তিনি সর্বাগ্রে রাখতে চান।
তিনি আরও বলেন, ‘শুনে মনে হচ্ছে আমি প্রায়ই ওয়ান-নাইট স্ট্যান্ড করে থাকি। কিন্তু যখন করি মনে হয় এটা আমার ২০ বছর বয়সে করা উচিত ছিল।’ যদিও এর থেকে বেশি ওই যুবক বা সেদিনের অভিজ্ঞতা সম্পর্কে আর কিছু শেয়ার করেননি তিনি। তবে অভিনেত্রীর কথায় মহিলাদের বিছানায় নিজেদের তৃপ্তিকে প্রাধান্য় দেওয়া উচিত। স্বাভাবিক ভাবেই এমন বিস্ফোরক উত্তর সোশ্য়াল মিডিয়ায় পোস্ট হতেই উঠেছে ঝড়। নেটিজ়েনরা ভাগ হয়েছে দুই ভাগে। অভিনেত্রীর যৌনতার প্রতি এই খোলামেলা আলোচনার মনোভাবের প্রশংসা করেছেন নেটিজ়েনদের বড় অংশ। অনেকেই তাঁর পক্ষে কমেন্ট বক্স ভরিয়েছেন। একাধিক সমালোচকদের বিরোধিতা করে এক নেটিজ়েন লেখেন, ‘২৬ বছরের মহিলা ও ৪৯ বছরের পুরুষের যৌন মিলন হলেও এভাবে ভ্রু কুঁচকে যেত?’
এর আগে শার্লিজ় থেরন সম্পর্কে জড়িয়েছেন ক্রেগ বিয়ের্কো, স্টুয়ার্ট টাউনসেন্ড, শন পেন বা স্টিফেন জেনকিন্সের মতো তারকাদের সঙ্গে। তাঁর শেষ সম্পর্ক ছিল ২০১৩ সালে শন পেনের সঙ্গে। ২০১৫ সালে তাঁরা আলাদা হয়ে যান।
Leave a comment
Leave a comment