লিডসের পর এজবাস্টনেও বেরিয়ে এল ভারতীয় বোলিংয়ের কঙ্কালসার চেহারাটা। দিনের প্রথম আধ ঘন্টায় জো রুট এবং বেন স্টোকসকে ফিরিয়ে দিয়েও তার সুবিধা নিতে ব্যর্থ টিম ইন্ডিয়া। নেপথ্যে আবারও সেই প্রসিদ্ধ কৃষ্ণ। যদিও এ বারে তিনি একা নন। রান বিলোতে তাঁকে যোগ্য সঙ্গত করে চলেছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। সব মিলিয়ে টেস্টের তৃতীয় দিন লিডসের হারের আতঙ্ক আরও একবার তাড়া করছে শুভমন গিলের দলকে।
এদিন সকালে স্কোর তিন অঙ্কে পৌঁছনোর আগেই ৫ উইকেট খুইয়ে বসে ইংরেজরা। মহম্মদ সিরাজের পরপর দুই বলে ফিরে যান জো রুট এবং অধিনায়ক বেন স্টোকস। এ সময়টা মনে হচ্ছিল, হয়ত ফলো অন বাঁচাতে পারবে না ব্রিটিশরা। কিন্তু ক্রিজে এসেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ‘বাজবল’ খেলতে শুরু করেন ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার জেমি স্মিথ। এরপর মাত্র ৮০ বলেই নিজের শতরান পূর্ণ করেন তিনি। অন্যদিকে ১৩৭ বলে তিন অঙ্কে পৌঁছন হ্যারি ব্রুকও। দুয়ের অবিচ্ছেদ্য জুটিতে মাত্র ৬০ ওভারেই ৩০০ রানের গণ্ডি পার করে ফেলেছে ইংল্যান্ড।
আরও একবার ভারতীয় বোলিংয়ের করুণ ছবিটা সামনে আসার দিনে ভিলেন সেই প্রসিদ্ধ কৃষ্ণ। লিডসে সিরিজের প্রথম টেস্টে দলকে ডোবানোর পর এদিন একটি ওভারে তিনি দিলেন ২৩ রান। সার্বিকভাবে এখনও পর্যন্ত ১৩ ওভারে সাড়ে পাঁচের ইকোনমিকতে ৭২ রান দিয়েছেন তিনি। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা রান দিয়েছেন যথাক্রমে ৬ এবং ৪.৮ এর ইকোনমিতে। সব মিলিয়ে বুমরাহ্’র অনুপস্থিতিতে এজবাস্টনে ভারতের বোলিং ইউনিট যেরকম বিপর্যস্ত হতে পারে বলে মনে করা হচ্ছিল, বাস্তবে দেখা গেল ঠিক সেরকমই। মহম্মদ সিরাজ আর আকাশ দীপ ছাড়া আর কাউকেই সপ্রতিভ দেখায়নি এদিন। স্বভাবতই এক সময় যেখানে মনে করা হচ্ছিল, হয়ত ফলো অনই বাঁচাতে পারবে না ইংরেজরা। সেখানে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সামনে লড়াইটা যেন যে কোনও মূল্যে প্রথম ইনিংসে লিড পাওয়া।