মাঝ আকাশে মারামারি! আমেরিকার ফিলাডেলফিয়া থেকে মিয়ামি যাওয়ার বিমানে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের বিরুদ্ধে সহযাত্রীর গলা টিপে ধরার অভিযোগ। গ্রেফতার যুবক।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম ঈশান শর্মা। বয়স ২১ বছর, নেয়ার্ক এলাকার বাসিন্দা। তাঁর গলা টিপে ধরার ভিডিয়ো ভাইরাল। সেখানে দেখা যায়, ঈশান তাঁর সহযাত্রী কিনু ইভানসের গলা চেপে ধরে আছেন। আশপাশের যাত্রীরা তাঁদের থামতে অনুরোধ করছেন। মাঝ আকাশে নিগৃহীত ইভানস পরে পুলিশকে জানান, পুরো ঘটনাটিই এক তরফা ভাবে ঘটে। ‘কোনও কারণ ছাড়াই’ ঈশান তাঁকে আক্রমণ করেন। ইভানসের অভিযোগ, নিজের সিটে ফেরার সময় ঈশান আচমকা তাঁর গলা চেপে ধরেন এবং অদ্ভুত ভাবে হেসে বলেন, “তুমি মরতে চলেছ! যদি আমায় চ্যালেঞ্জ করার দুঃসাহস কর, তবে তোমাকে মরতে হবে।” এই ঘটনার পর ইভানস বিমানকর্মীদের বিষয়টি জানান। যদি এমন ঘটনা আবার ঘটে তবে সিটের পাশে থাকা ‘অ্যাসিস্ট্যান্স বাটন’-এ চাপ দিতে বলেন বিমানকর্মীরা। ইভানস জানান, ঈশান ক্রমাগত তাঁকে মৃত্যুর হুমকি দিতে থাকায় তিনি ‘অ্যাসিস্ট্যান্স বাটন’ প্রেস করেন। এর পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ইভানস বলেন, “হঠাৎ করেই সে আমার গলা চেপে ধরে। ওই মুহূর্তে আমি আত্মরক্ষার জন্য অ্যাসিস্ট্যান্স বাটন প্রেস করতে বাধ্য হই।” বিমান অবতরণের পর ঈশানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে শারীরিক আক্রমণের অভিযোগে মামলা রুজু হয়েছে। ঘটনার পর আদালতে ঈশানের আইনজীবী দাবি করেন, ঈশান একটি বিশেষ ধর্মের অনুসারী এবং ঘটনার সময় সে ধ্যান করছিল। আইনজীবীর দাবি, “আমার মক্কেল ধ্যান করছিলেন। পেছনের যাত্রী সেটা সহ্য করতে পারেননি বলেই সমস্যা তৈরি হয়।” বর্তমানে ঈশান শর্মার বিরুদ্ধে মামলা চলছে।