সবচেয়ে বেশি ফলো করা হয়েছে তাঁকেই, শুধু দেশে নয়, বিশ্বজুড়ে রেকর্ড গড়েছেন ভারতের তারকা সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। পিছনে ফেললেন টেইলর সুইফ্ট, বিলি আইলিশ, বিটিএসের মতো গ্লোবাল তারকাদের। জনপ্রিয় মিউজ়িক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পটিফাই’-এর তরফে এই তকমা দেওয়া হয়েছে অরিজিৎকে। তবে এই প্রথম নয়, এই নিয়ে তৃতীয়বার তালিকার শীর্ষে রইলেন জিয়াগঞ্জের শিল্পী।
২০২৪ সালে ‘স্পটিফাই’-তে তাঁর ফলোয়ারের সংখ্যা ১১৮ মিলিয়ন ছুঁয়ে ফেলে। গানের তালিকায় চলে ‘তুম হি হো’, ‘কেসারিয়া’, ‘তুম কেয়া মিলে’র মতো হিটের দাপট। এই বছর, সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গানের তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে ‘ধুন’, ‘জানে তু’র মতো গানগুলি। ১ জুলাইয়ের হিসেব বলছে স্পটিফাইয়ে অরিজিতের ফলোয়ারের সংখ্যা ১৫১ মিলিয়ন। ১৪ বার গ্র্যামি জয়ী টেইলর সুইফ্ট রয়েছেন তাঁর পরে, ফলোয়ারের সংখ্যা ১৩৯ মিলিয়ন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ভারতীয় সঙ্গীত জগতের অত্যন্ত পরিচিত এবং সকলের ভালবাসার নাম অরিজিৎ সিং। সঙ্গীত পরিচালক, গায়ক, প্রযোজক এবং সর্বোপরি জাতীয় পুরস্কাপ্রাপ্ত এই তারকা শুধু দেশেই নয়, মন জয় করে চলেছেন বিশ্বজুড়ে। সম্প্রতি এড শিরানের ‘স্যাফায়ার’ গানেও দেখা মিলেছে তাঁর বন্ধু অরিজিতের। প্রসঙ্গত এই গান তৈরির পিছনে অরিজিতের অবদান অনেকখানি। স্পটিফাইয়ের তালিকায় সেই এড শিরানকেও পিছনে ফেলেছেন অরিজিৎ। এড শিরানের ১২১ মিলিয়ন, বিলি আইলিশের ১১৪ মিলিয়ন ও দ্য উইকএন্ডের ১০৭.২ মিলিয়ন ফলোয়ার সংখ্যা। ২০২৪ সালে মাত্র ৩ জন শিল্পী ১০০ মিলিয়নের গণ্ডি পেরোতে পেরেছিলেন। ২০২৫ সালে সেই তালিকায় ঢুকেছে আরিয়ানা গ্রান্ডে ও এমিনেমের মতো তারকা শিল্পীরাও। কে-পপ তারকা বিটিএস আপাতত ৮০ মিলিয়নে রয়েছে।
আরও পড়ুন
তবে দেশীয় তারকার গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে এমন ধারাবাহিক উত্থান নজরে পড়ার মতোই বটে। শুধু শিল্পীর জন্যই নয়, সর্বোপরি ভারতীয় সঙ্গীত যে বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই রিপোর্ট তারই উদাহরণ। ২০১৯ সালেই ভারতীয় মার্কেটে প্রবেশ করে স্পটিফাই। এখনও পর্যন্ত অরিজিৎ ছাড়া এই তালিকায় আর মাত্র একজন ভারতীয় শিল্পীই স্থান পেয়েছেন, এআর রহমান। সেরা ২০-এর তালিকায় রয়েছেন তিনি, ফলোয়ারের সংখ্যা ৪৯ মিলিয়ন। আপাতত এই খ্যাতির পাশাপাশি বিশ্বে একাধিক অনুষ্ঠানও করছেন অরিজিৎ। সব শো-ই ‘হাউজফুল’। এই ধারা বজায় রেখে ধীরে ধীরে নিজের ফ্যানবেস বাড়াচ্ছেন অপর ভারতীয় শিল্পী দিলজিৎ দোসাঞ্জ। ৩৩ মিলিয়নের কাছাকাছি তাঁর ফলোয়ারের সংখ্যা যা অবশ্যই ঊর্ধ্বমুখী।