শনিবার সকালবেলায় জম্মু-কাশ্মীরের রামবান জেলার চান্দেরকোট এলাকায় অমরনাথ যাত্রার কনভয়ের পাঁচটি বাসের পরপর সংঘর্ষে অন্তত ৩৬ জন তীর্থযাত্রী আহত হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কনভয়টি জলখাবারের জন্য থামার পর শেষের একটি বাস ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত শেষ বাসটি মধ্যপ্রদেশ থেকে আসা একটি প্রাইভেট বাস, যা দাঁড়িয়ে থাকা চারটি বাসকে সজোরে ধাক্কা মারে। এর ফলে একাধিক বাস ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে শিশু ও বয়স্ক তীর্থযাত্রীরাও রয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই হালকা জখম হয়েছেন। তাদের স্থানীয় জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
রামবানের পুলিশ সুপার কুলবীর সিং জানিয়েছেন, “আহতদের মধ্যে তিন-চার জন ছাড়া বাকিরা যাত্রা পুনরায় শুরু করতে আগ্রহী। তাঁদের জন্য বিকল্প বাসের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে ব্রেক ফেলকেই দায়ী করা হচ্ছে, তবে পুরো বিষয়টি তদন্তাধীন।”
ঘটনাস্থলে দ্রুত পৌঁছান রামবানের জেলা শাসক ইলিয়াস খান। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উদ্ধার ও ত্রাণ কাজে তৎপর হওয়ার নির্দেশ দেন অন্যান্য আধিকারিকদের।
এই দুর্ঘটনাটি যখন ঘটে, তখন চতুর্থ ব্যাচের প্রায় ৭,০০০ তীর্থযাত্রী অমরনাথ গুহার উদ্দেশে যাত্রা করছিলেন। এদিন ভোররাতে ১১০টির বেশি গাড়ি দুটি রুটে ভাগ হয়ে রওনা দেয়, ৪,২২৬ জন পহেলগাম রুটে এবং ২,৭৫৩ জন বালতাল রুটে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।