বড় ধাক্কা আম্বানি পরিবারের জন্য! অনিল আম্বানির হাতে থাকে রিলায়েন্স কমিউনিকেশনের লোন অ্যাকাউন্টকে ‘ফ্রড’ বলল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমনকী ‘প্রতারণা’ করা হয়েছে বলেও দাবি। আর সেই কারণে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক ওই লোন অ্যাকাউন্টটিকে নির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলে দিয়েছে। এমনকী এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে অনিল আম্বানি এবং তাঁর সংস্থার নামে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অভিযোগ জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। যা আম্বানিদের কাছে বড় ধাক্কা হিসাবেই মনে করা হচ্ছে।
প্রকাশিত খবর অনুযায়ী, স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে সংস্থা জানায় স্টেট ব্যাঙ্ক ২০১৬ সালের ক্রেডিট সুবিধা দেয়। এরপরেই এই সংক্রান্ত সিদ্ধান্ত নেয়। যদিও বর্তমানে রিলায়েন্স কমিউনিকেশন দেউলিয়া হওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT) অবশ্য চূড়ান্ত অনুমোদন দেবে। সিএনবিসি-টিভি ১৮ এর প্রকাশিত খবর অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক সংস্থাকে ২০২৩ সালের ডিসেম্বর, ২০২৪ সালের মার্চ মাসে এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে একাধিক নোটিশ পাঠায়।
এমনকী চলতি বছরের ২৩ জুন আরও একটি নোটিশ পাঠায় ব্যাঙ্ক। যেখানে কারণ দর্শানোর কথা বলা হয়। সেই মতো সংস্থা যে জবাব দেয় তাতে মোটেই সন্তুষ্ট হতে পারেনি এসবিআই। ব্যাঙ্কের দাবি, অনিল আম্বানির কোম্পানি ঋণের শর্তাবলী মানেনি। এমনকী অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রেও একাধিক অনিয়ম সামনে এসেছে। কিন্তু তা কীভাবে সেই সংক্রান্ত ব্যাখ্যাও সংস্থা দিতে ব্যর্থ হয় বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। অই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই সংক্রান্ত একটি সমীক্ষা চালায় স্টেট ব্যাঙ্ক।
আর এরপরেই রিলায়েন্স কমিউনিকেশনের লোন অ্যাকাউন্টকে ‘ফ্রড’ ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের কাছেও অভিযোগ জানাচ্ছে ব্যাঙ্ক। শুধু তাই নয়, এই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামেও আরবিআই’তে অভিযোগ জানাবে এসবিআই। আর সেই তালিকায় অনিল আম্বানির নামও থাকবে বলেই খবর। বলে রাখা প্রয়োজন, রিলায়েন্স কমিউনিকেশন লোনের টাকা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রিলায়েন্স টেলিকম লিমিটেড সহ গ্রুপের একাধিক সংস্থায় ঢেলেছিল।
এই বিষয়ে রিলায়েন্স কমিউনিকেশনের তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। এমনকী স্টেট ব্যাঙ্ককেও অনিল আম্বানি একটি চিঠি দিয়েছে। যেখানে তাঁর দাবি, কোনও প্রমাণ ছাড়াই রিলায়েন্স কমিউনিকেশনের লোন অ্যাকাউন্টকে ফ্রড বলছে এসবিআই। যা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি। এমনকী ব্যাঙ্ক তাঁদের কিংবা সংস্থার বক্তব্য শোনেনি। যা আইন বিরুদ্ধে বলে এসবিআইকে লেখা চিঠিতে অনিল আম্বানি দাবি করেছেন।
এসবিআই রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেডের (আরকম) ঋণ অ্যাকাউন্টে কোনও শক্ত ভিত্তি বা প্রমাণ ছাড়াই জালিয়াতির ট্যাগ লাগিয়েছে। এমনকী সুপ্রিম কোর্ট, বম্বে হাইকোর্ট, আরবিআই’য়ের নির্দেশিকাও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানেনি বলে পালটা অভিযোগ রিলায়েন্স কর্তার।