সদ্যই প্রয়াত হয়েছেন লিভারপুলের পর্তুগিজ তারকা ফুটবলার দিয়োগো জোটা। যিনি মাত্র দিনকয়েক আগেই রোনাল্ডোদের সঙ্গে দেশের জার্সিতে জিতেছিলেন নেশনস লিগ। কিন্তু বৃহস্পতিবার আচমকাই খবর আসে তাঁর অকাল প্রয়াণের। যা এক লহমায় স্তম্ভিত করে দিয়েছিল গোটা ক্রীড়া জগতকে। এ দিকে এরই মধ্যে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারের দাবি, ক্লাব বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে জোটা তাঁর সঙ্গেই নেমেছিলেন।
শনিবার রাতে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিতে উঠেছে রিয়াল। এরপরই রিয়াল তারকা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের দাবি, ম্যাচের সময় প্রয়াত জোটা তাঁর সঙ্গেই ছিলেন। উল্লেখ্য, জোটা ছিলেন আলেকজান্ডারের পুরনো সতীর্থ তথা খুবই ঘনিষ্ঠ বন্ধু। একটানা ৫ বছর লিভারপুলে খেলেছেন দুই ফুটবলার। শনিবারের হাড্ডাহাড্ডি ম্যাচে একটি গোল করেছেন আলেকজান্ডার। সেইসঙ্গে একটি গোলে অ্যাসিস্টও করেন এই ইংরেজ তারকা। এরপরই তিনি জানান, বুকে কতটা পাথর চেপে রেখে এই ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
বুধবার মধ্যরাতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে পর্তুগালের ফুটবলার দিয়োগো জোটার। এই ঘটনায় চূড়ান্ত শোকাহত আলেকজান্ডার জানিয়েছেন, জোটা তাঁর সঙ্গে ছিলেন বলেই মাঠে নামতে এবং দলকে জয় এনে দিতে পেরেছেন তিনি। তাঁর কথায়, “আমাকে তো মাঠে নামতেই হত পরিস্থিতি যত কঠিনই হোক না কেন। তবে সত্যি বলব, খেলতে খুব কষ্ট হয়েছে। এমন যন্ত্রণাদায়ক খবর মেনে নেওয়া যায় না।” এরপরই যোগ করেন, “আমি হলফ করে বলতে পারি, আজ জোটা আমার সঙ্গেই ছিল। ও আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। নিশ্চিতভাবেই চাইছিল আজ আমি ভাল খেলি। ওকে আমরা কেউ ভুলব না।”