যে আশঙ্কা করা হচ্ছিল, শেষপর্যন্ত সত্যি হল সেটাই। ঘন ঘন বৃষ্টির জেরে সময়ে শুরু করাই গেল না এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ড টেস্টের পঞ্চম দিনের খেলা। যদিও শেষপর্যন্ত প্রকৃতির চোখরাঙানিকে উপেক্ষা করে শুরু হল ম্যাচ। স্থানীয় সময় দুপুর ১২ টা ৪০ নাগাদ শুরু হয়েছে খেলা। এবং অন্ততঃ ৮০ ওভার যাতে করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। তবে রবিবারের সকাল থেকে বরুণ দেবের মুখ এতটাই ভার যে ভরসা পাচ্ছেন না কোনও ভারতীয় সমর্থকই।
চতুর্থ দিনের শেষে এজবাস্টন টেস্টের রাশ ছিল টিম ইন্ডিয়ার হাতে। ৬০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেট খুইয়ে ৭২। বার্মিংহামের বুকে ইতিহাস গড়ে সিরিজে সমতা ফেরাতে আর মাত্র ৭ উইকেট প্রয়োজন শুভমন গিলদের। কিন্তু তাদের সেই আশায় কার্যত জল ঢেলে দিয়ে এদিন সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি নেমেছে। যার জেরে পিচের কভার তো সরানো যায়ইনি। সেইসঙ্গে জল জমে কাদা কাদা হয়ে যায় আউটফিল্ডের বেশ কিছু জায়গা।
মাঝে একটা সময় বৃষ্টি বেশ কিছুক্ষণের জন্য থেমেছিল। এ সময়টা কভার সরিয়ে মাঠে গিয়ে জল জমা জায়গাগুলি পরীক্ষা করে দেখেন অনফিল্ড আম্পায়াররা। তখন মনে হচ্ছিল খেলা হয়ত খুব শিগগিরই শুরু হবে। কিন্তু কিছু সময় যেতে না যেতেই ফের ঝেঁপে আসে বৃষ্টি। ফলে আবার ঢাকা পড়ে মাঠ। তবে আপাতত বৃষ্টি না থাকায় অবশেষে শুরু হয়েছে ম্যাচ। যদিও আকাশ যথেষ্টই মেঘলা। সাম্প্রতিকতম আপডেট অনুযায়ী, যদি না আর বৃষ্টি নামে তা হলে অন্ততঃ ৮০ ওভার হবে এদিন। অর্থাৎ হিসাব অনুযায়ী, ১০ ওভার কাটা গিয়েছে। দুপুর আড়াইটা নাগাদ মধ্যাহ্নভোজের বিরতি।