‘ক্ষণিকের ভুল বোঝাবুঝি হতে পারে। এর মানে এই নয় তিনি দলের বাইরে চলে গেছেন’। দীর্ঘ জল্পনার অবসান করে আজ মঙ্গলবার সল্টলেকের বিজেপির পার্টি অফিসে পা রাখলেন দিলীপ ঘোষ। আর এরপরেই এহেন মন্তব্য বর্তমান সভাপতি শমিক ভট্টাচার্যরের। তাঁর কথায়, নতুন পুরনো বলে দলে কিছু নেই। বিজেপি ঐক্যবদ্ধ ছিল থাকবে। অন্যদিকে জল্পনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘মার্কেটে যার দাম থাকে তাঁকে নিয়ে অনেক জল্পনা হয়’। অর্থাৎ তিনি যে এখনও বঙ্গ বিজেপিতে প্রাসঙ্গিক তাই এদিন প্রাক্তন রাজ্য সভাপতি স্পষ্ট করলেন বলেই মনে করা হচ্ছে।
গত কয়েকদিন আগেই রাজ্য সভাপতি হিসাবে শমীক ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়। ধুমধাম করে সায়েন্স সিটিতে সংবর্ধনাও দেওয়া হয়। কিন্তু সেই মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যায়নি। এমনকী গত কয়েকমাস ধরে কোনও কর্মসূচিতেই তাঁকে দেখা যায়নি। ফলে দিলীপের সঙ্গে দূরত্ব বাড়ছে। এর মধ্যে দলবদলের বিষয়টি সামনে আসে। আগামী ২১ জুলাই তৃণমূলের মঞ্চে প্রাল্কত্ন সাংসদকে দেখা যেতে পারে বলে জল্পনা তীব্র হয়। এর মধ্যেই দিলীপের বেশ কিছু মন্তব্য সেই জল্পনাকে বাড়িয়ে তোলে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
সত্যিই তৃণমূলে যোগ দিচ্ছেন দাপুটে দিলীপ? এই জল্পনার মধ্যেই আজ মঙ্গলবার বঙ্গ বিজেপির দফতরে পা রাখলেন তিনি। দীর্ঘ বৈঠক হল শমীক ভট্টাচার্যের সঙ্গেও। দীর্ঘ বৈঠক শেষে প্রাক্তন রাজ্য সভাপতির স্পষ্ট বার্তা, যার দম থাকে বাজারে তাঁর সেলের কথা ওঠে। যাদের নেই তাঁদের কিনবে কে? বিজেপি নেতার কথায়, ‘দিলীপ ঘোষের দাম আছে এবং থাকবে। তবে সেলেবেল নয়’। অর্থাৎ তিনি যে কোনও দলবদল করছে না তা সাংবাদিকদের স্পষ্ট করে দেন। একই সঙ্গে শমীক ভট্টাচার্যের প্রশংসাও শোনা যায় প্রাক্তন মেদিনীপুরের সাংসদের কথায়। একই সঙ্গে নতুন পুরানো নিয়ে সংঘাত চলছে তা নিয়েও বার্তা দেন।
দিলীপ বলেন, ‘নতুন-পুরনো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় এনেছে। লড়াই জারি থাকবে’। বলে রাখা প্রয়োজন, সভাপতি পদে শপথের দিনেই দলে ‘নতুন-পুরানো’ সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। সেই একই বক্তব্য এদিন শোনা গেল দিলীপ ঘোষের বক্তব্যেও। তিনি আরও জানান, পুরনো বিজেপি কর্মীরা সবাই পাশে আছে। বিজেপির নেতার কথায়, অনেক আবেগ নিয়ে দলকে দাঁড় করানো হয়েছে। বহু কর্মীর প্রাণ গেছে। সেই আবেগের আগুন কর্মীদের মতো তাঁর বুকের মধ্যেও আছে বলে দাবি দিলীপের। ফলে তা কখনই নিভে যেতে দেবেন না বলেও এদিন মন্তব্য তাঁর।
আরও পড়ুন
অন্যদিকে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে। এর মানে এই নয় তিনি (পড়ুন দিলীপ ঘোষ) দলের বাইরে চলে গেছেন’। একই সঙ্গে নব্য এবং আদির সংঘাত প্রসঙ্গেও বার্তা দেন নয়া রাজ্য সভাপতি। তাঁর কথায়, ‘নতুন পুরনো বলে দলে কিছু নেই। বিজেপি ঐক্যবদ্ধ ছিল থাকবে’। এমনকী আগামিদিনে দল ঘুরে দাঁড়াবে বলেও বার্তা রাজ্য সভাপতির।