আগামী ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে মুখিয়ে ভারত। গত বছরই এ বিষয়ে সরকারি ঘোষণা করা হয়। সেই প্রেক্ষিতে প্রথম বার লুসানে একটি প্রতিনিধি দল পাঠানো হয় সম্প্রতি। কিন্তু সেখানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা IOC প্রতিনিধি দলের দেওয়া প্রস্তাব অগ্রাহ্য না করলেও একই সঙ্গে এক জোরালো হুঁশিয়ারি দিল ভারতকে। বিশ্ব সংস্থাটির তরফ থেকে বলা হয়েছে, ভারতের উচিত সবার প্রথম পরিকাঠামোগত ত্রুটি সংশোধন করা।
ভারতের তরফে ২০৩৬ অলিম্পিক আয়োজনের প্রস্তাব নিয়ে যে প্রতিনিধি দল পাঠানো হয় তার মধ্যে রয়েছেন একাধিক নামজাদা ব্যক্তিত্ব। এই দলের নেতৃত্বে গুজরাতের ক্রীড়ামন্ত্রী হর্ষ সাংভি। এ ছাড়াও রয়েছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভানেত্রী পি টি ঊষা, স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব হরিরঞ্জন রাও, গুজরাতের মুখ্য ক্রীড়া সচিব অশ্বিনী কুমার প্রমুখ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে তাঁরা আনুষ্ঠানিক ভাবে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করার একটি প্রস্তাব রেখেছেন। জানা গিয়েছে, সেই প্রস্তাব খারিজ না করলেও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রশাসনিক সমস্যা এবং দেশ জুড়ে ব্যাপক ডোপিংয়ের বিষয়ে কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ভারতীয় ক্রীড়া সংস্থাগুলির বিরুদ্ধে অব্যবস্থা এবং দুর্নীতির অভিযোগ নতুন নয়। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই অন্ধকার দিকগুলি প্রকট হয়েছে বার বার। এরই মধ্যে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি লুসানে ভারতের প্রতিনিধি দলকে জোরাল সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, তারা অবশ্যই অলিম্পিক আয়োজন করার জন্য বিড চালিয়ে যেতে পারে। তবে সবার প্রথম তাদের কাঠামোগত সমস্যাগুলির সমাধান করতে হবে। তার পর অন্য কিছু।