বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সেমিতে তাদের প্রতিপক্ষ পিএসজি। কিলিয়ান এমবাপে নামবেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। এ দিকে এই ম্যাচের আগেই এক আশ্চর্য কাণ্ড করে বসলেন এমবাপে। পুরনো দল পিএসজির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মামলা করেছিলেন তিনি। কিন্তু এ বার সব তুলে নিলেন সব মামলা।
পুরনো দল পিএসজির বিরুদ্ধে মানসিকভাবে হেনস্থার অভিযোগ এনেছিলেন এমবাপে। সেই প্রেক্ষিতে আদালতে পর্যন্ত ছুটে যান তিনি। এমবাপের আইনজীবী দাবি করেছিলেন, ফরাসি ফুটবল তারকাকে মূল দলের বাইরে পাঠিয়ে চূড়ান্ত অপমান করেছে। সাধারণত কোনও ফুটবলার যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করেন বা লাগাতার খারাপ পারফরম্যান্স করতে থাকে, একমাত্র তা হলেই এ ভাবে দলের বাইরে ছুঁড়ে ফেলা যায়। কিন্তু দুটি দোষের একটিতেও দুষ্ট ছিলেন না এমবাপে। তা হলে কেন তাঁর প্রতি এ হেন আচরণ করা হয়েছিল? প্রশ্ন তোলেন এমবাপের আইনজীবী।
জাজবাত বাংলায় আরও পড়ুন
তবে এ বারে মানসিক হেনস্থার মামলাটি তুলে নিলেন এমবাপে। প্যারিস সেন্ট জার্মেইনের থেকে এখনও ৫৫ মিলিয়ন ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাড়ে ৫০০ কোটি টাকা পান এমবাপে। ফুটবলারের আইনজীবী যদিও জানিয়েছেন, এই বকেয়া বেতন আদায়ের মামলাটি এখনও চলছে। কিন্তু ক্লাবের বিরুদ্ধে মানসিক হেনস্থার মামলা কেন তুলে নেওয়া হল, তা নিয়ে স্বভাবতই শুরু হয়েছে নয়া জল্পনা। বিশেষ করে, ঠিক পিএসজির বিরুদ্ধে ক্লাব বিশ্বকাপের সেমি ফাইনালে নামার আগে এ খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ফুটবল দুনিয়ায়। এ দিকে যা জানা যাচ্ছে, সেমিতে পুরনো দলের বিরুদ্ধে নামার আগে আপাতত অন্য কোনও বিষয়ে মাথা ঘামাতে চাইছেন না এমবাপে। নিজের খেলাতেই মনোনিবেশ করতে চান তিনি।
