রাজনীতির ময়দানে যেন বুমেরাং দিলীপ ঘোষ! বিজেপি রাজনীতির ‘দাবাং’ নেতা কি তবে ফের দলে পুরনো জৌলুসে ফিরছেন? শমীক ভট্টাচার্যের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ, আর তার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি থেকে ডাক! সূত্র বলছে, কেন্দ্রীয় নেতৃত্ব এবার ফের দিলীপেই ভরসা রাখতে চাইছে। একুশের নির্বাচনের পর যে দিলীপ প্রায় আড়ালে চলে গিয়েছিলেন, এবার সেই ছায়া ভেদ করেই ফের আলোয় আসছেন তিনি।
একটা সময় ‘উনিশে হাফ, একুশে সাফ’ স্লোগানের মুখ ছিলেন দিলীপ। সেই দিলীপই পরে খড়গপুর ছেড়ে দুর্গাপুর-বর্ধমানে দাঁড়িয়ে বড় ব্যবধানে হারেন। দলে প্রভাব কমে, পদ হারান। তার উপর দলের নির্দেশ অমান্য করে নিজের বিয়ের পর দীঘায় গিয়ে অনুষ্ঠানে হাজির হওয়া, যেন কাঁটার উপর হাঁটা। ফলস্বরূপ একাধিক কর্মসূচিতে ব্রাত্য হন। এমনকি বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীকের বরণ সভাতেও ডাক পাননি তিনি। রাজনৈতিক মহল ধরে নেয়, দিলীপ জমানা শেষ!
জাজবাত বাংলায় আরও পড়ুন
কিন্তু ‘শেষ’ বলার আগেই যেন পাল্টে গেল খেলা। শমীকের ডাকে রাজ্য দফতরে গিয়ে দিলীপ যেন নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন। মুখে বললেন, “শমীকদা আমার সিনিয়র। নতুন-পুরনো সবাই মিলে দল বড় হয়। নবান্নে পরিবর্তন হবে, লড়াই চলবে।”
এবং তারপরই আসে বড় ব্রেকিং! দিলীপ দিল্লির বিমানে! দিল্লির ডাক মানেই কেন্দ্রীয় নেতৃত্বের কোর্টে বড় আলোচনা। আর এই সময়ে শুভেন্দু অধিকারী গোষ্ঠী কিন্তু চুপ। প্রশ্ন উঠছে, আদি বিজেপির ঘুঁটি সাজাতে দিলীপ-শমীক যুগলবন্দি কি আবার দাপট দেখাবে? গেরুয়া ঘরানায় গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু এবার কি তবে শুভেন্দু-ঘনিষ্ঠদের ঠেলে সরিয়ে আদিগোষ্ঠীর ‘ঘর ওয়াপসি’?
আরও পড়ুন
এটা কেবল দিলীপ ঘোষের প্রত্যাবর্তন নয়, এ এক কৌশলী পাল্টা খেলা। যেখানে নতুন সভাপতি শমীককে সামনে রেখে পুরনো অভিজ্ঞ সৈনিককে ফিরিয়ে এনে গেরুয়া শিবির আবার শক্ত ঘুঁটি সাজাতে চাইছে। দিলীপের দিল্লি যাত্রা যদি সফল হয়, তাহলে বঙ্গ বিজেপিতে আবার এক নতুন অধ্যায় শুরু হবে, যার কেন্দ্রে থাকবেন ‘বাঘের বাচ্চা দিলীপ ঘোষ’!