এজবাস্টনে ভারতীয় দল ৩৩৬ রানে জয় পাওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ইতিহাস গড়েছেন অধিনায়ক শুভমন গিল। প্রথম ইনিংসে ২৬৯ করার পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ঝোড়ো ব্যাটিং করেন তিনি। তারই সুবাদে বুধবার প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিলেন গিল। এর আগে ক্রম তালিকার ২১ নম্বরে ছিলেন। এজবাস্টনে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারত চতুর্থ স্থানে থাকলেও ব্যাটারদের মধ্যে ১৫ ধাপ এগিয়ে সরাসরি ষষ্ঠ স্থানে উঠে এসেছেন অধিনায়ক। তাঁর প্রাপ্ত রেটিং পয়েন্ট ৮০৭।
গিল ছাড়াও আরও দুজন ভারতীয় রয়েছেন টেস্টের ক্রম তালিকার প্রথম দশে। যশস্বী জয়সওয়াল রয়েছেন চতুর্থ স্থানে। এবং আট নম্বরে ঋষভ পন্থ। তাঁদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৮৫৮ এবং ৯০৭। অন্যদিকে সম্প্রতি লারার রেকর্ড না ভেঙে ৩৬৭ রানে অপরাজিত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডার। তিনিও ৫৬ থেকে ৩৪ ধাপ উঠে চলে এসেছেন ২২ নম্বরে। বদল হয়েছে শীর্ষস্থানেও। এত দিন সেখানে ছিলেন ইংল্যান্ডের জো রুট। এজবাস্টনে ভাল খেলতে না পারায় তিনি শীর্ষস্থান খুইয়েছেন নিজের দেশেরই হ্যারি ব্রুকের কাছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
অন্যদিকে টেস্টের বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বরে জশপ্রীত বুমরাহ্। এজবাস্টনে না খেলেও তাঁর সংগ্রহ ৮৯৮ রেটিং পয়েন্ট। প্রথম দশে ভারতীয়দের মধ্যে আর কেউ নেই যদিও। তবে দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ৮৪ নম্বর থেকে একলাফে ৪৫ -এ উঠে এসেছেন আকাশ দীপ। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেওয়া মহম্মদ সিরাজেরও উন্নতি হয়েছে। ২৮ থেকে ২২ নম্বরে লাফ দিয়েছেন তিনি। এ ছাড়া অলরাউন্ডারদের ক্রম তালিকাতেও শীর্ষ স্থান দখলে রেখেছে ভারত। ৩৯১ রেটিং পয়েন্টের সঙ্গে নিজের জায়গা ধরে রেখেছেন এজবাস্টনের দুই ইনিংসে যথাক্রমে ৮৯ এবং ৬৯ রান করা রবীন্দ্র জাদেজা। এই তালিকাতেও বড় লাফ দিয়েছেন মুল্ডার। ১৫ নম্বর থেকে উঠে এসে তিনি রয়েছেন তৃতীয় স্থানে।