ফের বিমান দুর্ঘটনা। রাজস্থানে ভেঙে পড়ল সেনাবাহিনীর বিমান। মৃত্যু হয়েছে পাইলট-সহ মোট দুই জনের। বুধবার দুপুরে রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে ভেঙে পড়ে বিমান। রতনগড় এলাকায় মাঝ আকাশে ভেঙে পড়ে সেনাবাহিনীর জ্যাগুয়ার ফাইটার জেট। বিমান ভেঙে পড়তেই তাতে আগুন ধরে যায়। একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে বিমান। যদিও চাষের ক্ষেতে বিমানটি পড়ায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।
দুর্ঘটনা মাত্রই ছুটে আসেন স্থানীয়রা। তারা জানান, মাঝ আকাশেই বিমানটিকে এদিক ওদিক পাক খাওয়ার সময় দুলতে দেখা গিয়েছিল। দেখেই বোঝা যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বিমানটি। এরপর আচমকাই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। দূরে চাষের ক্ষেতে প্রচণ্ড শব্দে বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোয়ায় ঢেকে যায় চারপাশ। তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় গ্রামবাসীরাই।
জাজবাত বাংলায় আরও পড়ুন
দুর্ঘটনাস্থলে পাইলটের দেহ প্রথমে দেখতে পান গ্রামবাসীরাই। রাজালদেসর থানা থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। প্রাথমিক তদন্ত শুরু করেছেন তারা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছেন তারা। মৃত পাইলট-সহ অপরজনের দেহ শনাক্তকরণের চেষ্টা চলছে বলেও জানান তারা। সেনাবাহিনীও রয়েছে ঘটনাস্থলে। জেলা কালেক্টর অভিষেক সুরানাও ঘটনাস্থলে পৌঁছন।
গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার এক মাসও পেরোয়নি। সেই বিভীষিকা ভুলতে পারেনি মানুষ। আকাশপথে যাত্রা করাই যেন আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে রাজস্থানে সেনা বিমান ভেঙে পড়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই গ্রামে।