কসবা ল’ কলেজে ছাত্রীর ওপর ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে নতুন ভিডিয়ো ফাঁস হতেই ফের চাঞ্চল্য ছড়াল। ২৫ জুন ওই কলেজে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিস অভিযুক্তের মোবাইল থেকে একাধিক নির্যাতনের ভিডিয়ো উদ্ধার করে। তার মধ্যেই এক ভয়ংকর ভিডিয়ো সামনে এসেছে, যেখানে নির্যাতিতা তরুণীকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যাচ্ছে, “তুমি আমার সঙ্গে খুব খারাপ করলে” অথচ মনোজিৎ নির্লিপ্তভাবে সব রেকর্ড করে চলেছে।
পুলিস সূত্রে খবর, শুধু এই তরুণী নন, কলেজের আরও কয়েকজন ছাত্রীর সঙ্গেও মনোজিৎ একই ধরনের আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে লালবাজার। একইসঙ্গে উঠে এসেছে দুই সহযোগী প্রমিত ও জায়েবের নাম, যারা ওই অপরাধের সময় ভিডিয়ো তুলছিল বলে দাবি নির্ভরযোগ্য সূত্রের।
জাজবাত বাংলায় আরও পড়ুন
মনোজিৎ মিশ্র রাজনৈতিক পরিচিতির কারণে দীর্ঘদিন ধরে কলেজে প্রভাব বিস্তার করে আসছিল বলে অভিযোগ। যদিও তৃণমূল ছাত্র পরিষদ জানিয়েছে, ২০২২ সালেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তা সত্ত্বেও কেন কলেজে অবাধ বিচরণ ছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে ফের বিতর্কে জড়িয়েছে কলেজ প্রশাসন। সমাজকর্মী ও মনোবিদদের একাংশ মনে করছেন, ক্ষমতার অপব্যবহার এবং প্রাথমিক পর্যায়ে অভিযোগগুলিকে গুরুত্ব না দেওয়ার ফলেই আজ এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।