আগামী ১৮ জুলাই এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই জল্পনায় এখন মশগুল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। একুশে জুলাইয়ের আগেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সময়েই ১৮ জুলাই এই মেট্রো সুড়ঙ্গ পথের উদ্বোধন করতে পারেন তিনি এমনটাই খবর মেট্রো রেল সূত্রে।
প্রসঙ্গত, এসপ্ল্যানেড ও শিয়ালদহের মধ্যে বৌবাজার এলাকায় সুড়ঙ্গপথে ধ্বস ও বারংবার জল বেরিয়ে আসায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ যাত্রাপথে মেট্রো চালানো সম্ভব হয়নি। এতদিন হাওড়া থেকে গঙ্গার তলদেশ দিয়ে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়।
জাজবাত বাংলায় আরও পড়ুন
মেট্রো রেল দফতর সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই মাঝের অংশে সব পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্রও মিলেছে। অপেক্ষা ছিল শুধু প্রধানমন্ত্রীর দফতরের সবুজ সঙ্কেতের। এবার সেই অপেক্ষার অবসান হয়েছে বলে খবর। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথের মেট্রো চলাচল তাই এখন শুধু সময়ের অপেক্ষা।