অভিনেতা তথা কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে এলোপাথাড়ি গুলি। হঠাৎ করে অজ্ঞাত পরিচয়ের বেশ কয়েকজন দুষ্কৃতী এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সাড়ে শহরে এই ঘটনা ঘটে। ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়। প্রাণ বাঁচাতে রীতিমত ছোটছুটি শুরু করে দেন স্থানীয় মানুষজন। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কেন এবং কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
তবে ঘটনার পিছনে খালিস্তানি যোগ আছে বলে জানা যাচ্ছে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনার পিছনে জঙ্গি হরজিৎ সিং লাডি রয়েছেন। নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশানালের সক্রিয় সদস্য সে। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ’য়ের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও হরজিত সিংর রয়েছে। একাধিক নাশকতার ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে বলেও খবর। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কপিল শর্মার বেশ কিছু মন্তবে ক্ষোভ তৈরি হয়। সম্ভবত এই ক্ষোভ থেকেই এই হামলা বলে মনে করা হচ্ছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
জানা গিয়েছে, সম্প্রতি কপিল সাড়ে শহরে ক্যাফেটি খোলেন। নাম দিয়েছিলেন ‘ক্যাপস ক্যাফে’। শুধু কপিল নিজে নন, তাঁর স্ত্রীও এই ক্যাফের সঙ্গে যুক্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘ক্যাপস ক্যাফে’টি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গাড়িতে করে দুষ্কৃতীরা আসে। পুলিশ সূত্রে খবর, কয়েক রাউন্ড দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনায় কেউ হতাহত না হলেও ক্যাফেটির বেশ ক্ষতি হয়েছে। ঘটনার পরেই গোটা এলাকা স্থানীয় পুলিশের তরফে ঘিরে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
কাউকে যেতে দেওয়া হচ্ছে না। বন্ধ রয়েছে ক্যাফেটিও। ঘটনার মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দুষ্কৃতীদের গুলি চালাতে দেখা যাচ্ছে। যদিও ‘জাজবত বাংলা’ ভাইরাল হওয়া ভিডিও’র সত্যতা যাচাই করে দেখেনি। অন্যদিকে ঘটনার পর এখনও পর্যন্ত অভিনেতা তথা কমেডিয়ান কপিল শর্মার তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। যা খবর, তিনি শুটিংয়ে ব্যস্ত আছেন। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে অভিনেতার নিরাপত্তাও। খালিস্তানিদের টার্গেটে কপিল? তা অবশ্য স্পষ্ট নয়।
বলে রাখা প্রয়োজন, গত কয়েক বছরে কানাডার মাটিতে খালিস্তানিদের রমরমা বেড়েছে। একাধিকবার সময় প্রকাশ্যে খালিস্তানি পতাকা হাতে দেখা গিয়েছে খালিস্তানিপন্থীদের। এই বিষয়ে বারবার ভারতের তরফে বার্তাও দেওয়া হয়। কিন্তু কোনও যে ব্যবস্থা নেওয়া হয়নি তা এই ঘটনায় স্পষ্ট।